বলিউডের কন্ট্রোভার্সি কুইন বলেই পরিচিত রাখি সাওয়ান্ত। অভিনেত্রী সর্বদাই কোনও না কোনও বিষয় নিয়ে বিতর্কের শিরোনামে থাকেন। তবে সম্প্রতি রাখি সাওয়ান্ত যে বিষয় নিয়ে আবার চর্চার কেন্দ্রে এসেছেন তা হল তাঁর বিয়ে। বিগ বসের মাধ্যমে অভিনেত্রী নতুনভাবে জনপ্রিয়তা অর্জন করার পর গত বছরের মে মাসে প্রেমিক আদিলের সঙ্গে বিয়ে করেন। অভিনেত্রী যদিও তা প্রকাশ করেন এই বছরের জানুয়ারিতে। এরপরই সবাই রাখির বিয়ে সম্পর্কে জানতে পারেন। তবে বিয়ের খবর ফাঁস হওযার পর থেকেই রাখির বিয়ে নিয়ে ফের বিতর্ক শুরু হয়। আর তারই মাঝে শোনা যায় যে রাখি সাওয়ান্ত অর্ন্তঃসত্ত্বা ও নবদম্পতি তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর জন্য খুবই উৎসাহিত। কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে যে রাখির নাকি গর্ভপাত হয়ে গিয়েছে।
অর্ন্তঃসত্ত্বা ছিলেন নাকি রাখি সাওয়ান্ত
একাধিক রিপোর্ট অনুযায়ী, রাখি সাওয়ান্ত হয়তো অর্ন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য কথা। জনপ্রিয় পাপারাৎজি ভাইরাল ভায়ানি দাবী করেছে যে অভিনেত্রীর গর্ভপাত হয়ে গিয়েছে। ভাইরাল ভায়ানি তাঁর ইনস্টাগ্রামে জানিয়েছেন যে তাঁর সঙ্গে রাখীর কথা হয়েছে। অভিনেত্রী তাঁকে জানান যে তিনি যে অর্ন্তঃসত্ত্বা ছিলেন সে বিষয়টি নিশ্চিত এবং সেই খবর নাকি রাখি বিগ বস মারাঠিতে বলেও ছিলেন। কিন্তু তখন সবাই ভেবেছিল যে রাখি হয়ত মজা করছেন। কিন্তু সেটা নয়, এরপর রাখি এও জানিয়েছেন যে তাঁর গর্ভপাত হয়ে যায়।
রাখির গর্ভপাত হয়েছে কি
রাখির ছবি দিয়ে ভাইরাল ভায়ানি তাঁর ক্যাপশনে লেখেন,'রাখি সাওয়ান্ত আমাদের সবসময় হাসিয়েছেন এবং আমরা তাঁকে সর্বদা খুব হালকাভাবে নিয়েছি। কিন্তু খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই মহিলা এখন খুবই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন। ইনি এমন এক মহিলা যিনি বৃষ্টিতে কাঁদেন। তাঁর মায়ের অসুস্থতা এবং ব্যক্তিগত সমস্যায় জর্জরিত অভিনেত্রী।' এরপর ভাইরাল ভায়ানি জানিয়েছেন যে রাখি তাঁকে ফোনে বলেছেন যে তিনি অর্ন্তঃসত্ত্বা ছিলেন এবং সেটা বিগ বস মারাঠিতে বলেওছিলেন। তবে এখন রাখি তাঁর গর্ভপাত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন। তবে এতকিছু পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল ভায়ানি সেই পোস্টটি তাঁর ইনস্টাগ্রাম পেজ থেকে সরিয়ে দেন। সম্প্রতি সংবাদ সংস্থা এএনআই অভিনেত্রীকে জিজ্ঞাসা করেছিল যে তিনি অর্ন্তঃসত্ত্বা কিনা। সেই সময় অভিনেত্রী কোনও মন্তব্য করেন নি। তাই আদৌও রাখি অর্ন্তঃসত্ত্বা ছিলেন কিনা বা তাঁর গর্ভপাতও হয়েছে কিনা গোটা বিষয়টি এখন ধোঁয়াশার মধ্যে।
রাখি-আদিল বিয়ের সমস্যা
২০২২ সালের মে মাসে রাখি ও আদিল খান দুরানি বিয়ে করেন আইনিভাবে। কিন্তু বিয়ের পর রাখি বা আদিল কেউই এই বিয়েকে প্রকাশ্যে আনেননি। কারণ আদিল ভেবেছিলেন যে যদি এই বিয়ে জনসমক্ষে আসে তবে তাঁর বোনের বিয়ের জন্য পাত্র খোঁজা মুশকিল হয়ে যাবে। সেই কারণে আদিল প্রথমদিকে এই বিয়েকে স্বীকৃতি দিতে ভয় পেয়েছিলেন। যার জন্য রাখি সাওয়ান্ত খুব সমস্যায় পড়েন এবং বলিউড সুপারস্টার সলমন খানের দ্বারস্থ হন। এরপর সলমনের হস্তক্ষেপে আদিল ও রাখির বিয়ের সমস্যা মেটে। ১৬ জানুয়ারি আদিল রাখির সঙ্গে ছবি পোস্ট করে স্ত্রীর মর্যাদা দেন। ইতিমধ্যেই রাখি সাওয়ান্ত বিয়ের পর তাঁর ধর্ম বদল করে নাম পরিবর্তন করেছেন। রাখির এখন নতুন নাম ফতিমা।