Advertisement

Sidharth -Kiara Marriage: নতুন বছরের শুরুতেই সানাই বাজবে বি-টাউনে! জানুন সিদ্ধার্থ- কিয়ারার বিয়ের দিনক্ষণ, ভেন্যু

Sidharth Malhotra- Kiara Advani Marriage: বলি পাড়া সূত্রের খবর অনুযায়ী, দু'জনের প্রেম এবার পূর্ণতা পেতে চলেছে। এতদিন ধরে বলিউড কাপলের বিয়ে নিয়ে জল্পনা ছিল। এবার সত্যিই সানাই বাজতে চলেছে।

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানিসিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Dec 2022,
  • अपडेटेड 1:27 PM IST

বি- টাউনে বড় খবর। নতুন বছরের শুরুতেই বিয়ে করতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)- কিয়ারা আডবানি (Kiara Advani)। 'শেরশাহ' ছবি থেকেই সম্পর্কে জড়ান সিদ্ধার্থ- কিয়ারা (Sidharth- Kiara Wedding)। তবে বলি পাড়া সূত্রের খবর অনুযায়ী, দু'জনের প্রেম এবার পূর্ণতা পেতে চলেছে। এতদিন ধরে বলিউড কাপলের বিয়ে নিয়ে জল্পনা ছিল। এবার সত্যিই সানাই বাজতে চলেছে। সামনে এল দিনক্ষণ, সমস্ত সিক্রেট প্ল্যানিং। যা নিয়ে দারুণ উৎসাহী অনুগামীরা।  

যদিও এখনও পর্যন্ত বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন হবু বর- কনে। এমনকী জুটির পরিবারের তরফেও মেলেনি কোনও তথ্য। তবে অন্য কথা জানা যাচ্ছে বলিউডের অন্দর থেকে। খবর অনুযায়ী আগামী ৬ ফেব্রুয়ারি বিয়ে করবেন  সিদ্ধার্থ- কিয়ারা। কানাঘুষো শোনা যাচ্ছে, বিয়ে হবে রাজস্থানের জয়সলমেরে।

আরও পড়ুন

প্রাসাদের মতো বিলাসবহুল হোটেল জয়সলমের প্যালেসে বিয়ের আসর বসবে। সেখানেই নিমন্ত্রিত থাকবেন দু'বাড়ির অতিথিরা। ৪ ও ৫ ফেব্রুয়ারি, বিয়ের আগের নানা রীতি -আচার যেমন মেহেন্দি, সঙ্গীত, হলদি ইত্যাদি সম্পন্ন হবে। একেবারে কাছের আত্মীয়- বন্ধুদের নিয়েই সম্পন্ন হবে এই বিয়ের অনুষ্ঠানে। জমকালো অনুষ্ঠান উচ্চ নিরাপত্তা থাকতে চলেছে।

 সিদ্ধার্থ এবং কিয়ারা তাঁদের সম্পর্ক নিয়ে বর্তমানে আর লুকোছাপা করে না। দু'জনেই প্রকাশ্যে স্বীকারও করেছেন যে, তাঁরা একে অপরকে ভালোবাসেন। তাই এই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।  দু'জনেই বিয়েটে গোপনীয়তা রাখতে চান। সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থ কিয়ারার নাম ইতিমধ্যে ট্রেন্ডিং। বলাই বাহুল্য এই খবর শুনে দারুণ উৎসাহিত অনুগামীরা।

যদিও এটা প্রথমবার নয় যে, তাঁদের বিয়ের খবর সংবাদে এসেছে। মাঝে শোনা যায় জুটির প্রেম বিচ্ছেদ হয়েছে। পরে 'জুগ জুগ জিও' ছবির স্ক্রিনিংয়েও জুটিকে একসঙ্গে দেখা যায়। এমনকী করণ জোহরের শো-তেও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলতে দেখা যায় দু'জনকেই।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement