Advertisement

জ্বালানির দাম নিয়ে সরব শিল্পী শান, সোশাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার

প্রায় প্রতিদিন নিয়ম করে জ্বালানির দাম বেড়েই চলেছে। বাদ নেই রান্নার গ্যাসও। সারা দেশেই এখন এ বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে টুইট করে নিজের মত ব্যক্ত করেন শান।

শানশান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Mar 2021,
  • अपडेटेड 1:36 PM IST
  • জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করার এ বার ট্রোলিংয়ের শিকার হতে হল সঙ্গীত শিল্পী শানকে
  • কমেন্টে করে তাঁকে বিঁধলেন অনেকে। তবে নিজের অবস্থান থেকে না নড়ে জবাবও দেন শিল্পী নিজে
  • সারা দেশেই এখন এ বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে টুইট করে নিজের মত ব্যক্ত করেন শান

জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করার এ বার ট্রোলিংয়ের শিকার হতে হল সঙ্গীত শিল্পী শানকে। কমেন্টে করে তাঁকে বিঁধলেন অনেকে। তবে নিজের অবস্থান থেকে না নড়ে জবাবও দেন শিল্পী নিজে।

প্রায় প্রতিদিন নিয়ম করে জ্বালানির দাম বেড়েই চলেছে। বাদ নেই রান্নার গ্যাসও। সারা দেশেই এখন এ বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে টুইট করে নিজের মত ব্যক্ত করেন শান। তিনি লেখেন, 'সরকার পেট্রোলে জিএসটি কেন লাগু করছে না?! কেন পেট্রোলের উপর এত ভারী মাত্রায় ট্যাক্স বসায় রাজ্য এবং কেন্দ্র?! এর কোনও যুক্তগ্রাহ্য উত্তর রয়েছে কি?? কেউ আমায় দয়া করে এটা বুঝতে সাহায্য করুন..'

 

আরও পড়ুন

 

এর উত্তরে অনেক কিছু লেখেন। অনেকেই একে সরকারের ভাঁড়ার ভরার একটা উপায় হিসাবে বর্ণনাও করেন। মাঝে তাল কাটে হঠাৎই এক ব্যক্তির অশালীন কমেন্টে। জয়িতা মজুমদার নামে ওই ব্যক্তি কমেন্ট করেন, 'আপনি নিজের চড়কায় তেল দিন। গান গাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তাই যে সব বিষয়ে কিছু বোঝেন না সেখানে অহেতুক নাক গলাতে আসবেন না।' অবশ্য শান এর জবাবও দিয়েছেন যথেষ্ট ভদ্র অথচ দৃঢ় ভাবে। তিনি উত্তরে লেখেন, 'আমি জিজ্ঞাসা করেছি যাতে বিষয়টা কেউ আমায় বুঝিয়ে দিতে পারেন। আমি কি আপনাকে জিজ্ঞাসা করতে পারি, যে আপনি গানের বিষয়ে কী বোঝেন, যে আমায় বলছেন আমি গান গাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি?!'

 

 

শানের সমর্থনে বহু মানুষ পাল্টা কমেন্টও করেন। সম্ভবত চাপে পড়েই ওই কমেন্ট ডিলিট করে দেন জয়িতা।

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement