Advertisement

RRR Critics Choice Award: আবার বিশ্বসেরা 'RRR', এবার ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ড

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলের RRR-এর সাফল্য শেয়ার করা হয়েছে। ট্যুইটারে লেখা, 'RRR ছবির কাস্ট অ্যান্ড ক্রুদের অনেক শুভেচ্ছা। সেরা বিদেশি ভাষার ছবি হিসেবে নির্বাচিত হল।'

আরআরআর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2023,
  • अपडेटेड 11:25 AM IST

RRR Movie Critics Choice Award 2023: এসএস রাজামৌলির ছবি RRR একের পর এক রেকর্ড গড়ছে। ইতিমধ্যে সিনেমাটির 'নাটু নাটু' গানটি গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নিয়েছে। এবার ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডেও সেরা বিদেশি ভাষার ছবির শিরোপা পেল RRR। 

রেকর্ডের নাম RRR

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলের RRR-এর সাফল্য শেয়ার করা হয়েছে। ট্যুইটারে লেখা, 'RRR ছবির কাস্ট অ্যান্ড ক্রুদের অনেক শুভেচ্ছা। সেরা বিদেশি ভাষার ছবি হিসেবে নির্বাচিত হল।'

যে ছবিগুলিকে পিছনে ফেলে দিল RRR

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের সেরা বিদেশি ভাষার ছবি হিসেবে মনোনীত হয়েছিল  'অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট', 'আর্জেন্টিনা ১৯৮৫', 'ক্লোজ', 'ডিসিসন টু লিভ'-এর মতো জনপ্রিয় সিনেমাগুলি। সবাই পিছনে ফেলে  RRR-ই জিতল ক্রিটিক্স অ্যাওয়ার্ড।

ট্রফি হাতে দেখা গেল রাজামৌলিকে

ক্রিটিকস অ্যাওয়ার্ডের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে হাতে ট্রফি নিয়ে দেখা গেল এসএস রাজমৌলিকে। রাজামৌলির এই সাফল্য ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে এক অন্য উচ্চতায় নিয়ে গেল বলা বাহুল্য।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement