Advertisement

'বেশ করেছি, KISS করেছি,' যুবতী ফ্যানকে Lip-লক করে খুশি উদিত, 'ভারতরত্ন'ও চাইছেন

মঞ্চানুষ্ঠানের সময় এক তরুণীর ঠোঁটে গভীর চুম্বন করেন গায়ক। সেই দৃশ্যের ঝলক সমাজমাধ্যমে প্রকাশ পেতেই নিন্দার ঝড়।  তবে, উদিত নারায়ণ এই বিষয়ে কোনও অনুশোচনা প্রকাশ করেননি। বরং তিনি বলেন, 'আমার কোনও অনুশোচনা নেই।'

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 03 Feb 2025,
  • अपडेटेड 4:52 PM IST
  • মঞ্চানুষ্ঠানের সময় এক তরুণীর ঠোঁটে গভীর চুম্বন করেন গায়ক।
  • সেই দৃশ্যের ঝলক সমাজমাধ্যমে প্রকাশ পেতেই নিন্দার ঝড়।

মঞ্চানুষ্ঠানের সময় এক তরুণীর ঠোঁটে গভীর চুম্বন করেন গায়ক। সেই দৃশ্যের ঝলক সমাজমাধ্যমে প্রকাশ পেতেই নিন্দার ঝড়। তবে, উদিত নারায়ণ এই বিষয়ে কোনও অনুশোচনা প্রকাশ করেননি। বরং তিনি বলেন, 'আমার কোনও অনুশোচনা নেই।'

ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চের উপর গান গাইছেন উদিত। নীচে অনুরাগীদের মধ্যে কোনও এক জন প্রথম বার তাঁর কাছে নিজস্বীর আবদার জানালেন। সে আবদার রাখতে মঞ্চে হাঁটু মুড়ে বসলেন গায়ক। তুললেন নিজস্বী। তার পর মহিলা ভক্তের গালে এঁকে দিলেন ভালবাসার চিহ্ন। এ ভাবে অনেকেই ছবি তুললেন, কিন্তু চুম্বন পেলেন জনা তিনেক মহিলা ভক্ত।

একেবারে শেষে উদিত মঞ্চের অন্য প্রান্তে হেঁটে এলেন। নিরাপত্তারক্ষীকে ইশারায় বললেন আর এক তরুণীকে কাছে আসতে দিতে। সেই তরুণী মঞ্চের নীচে মোবাইল নিয়ে উপস্থিত হতেই উদিত তাঁর ঘাড় জড়িয়ে ধরে ছবি তুললেন। তার পর ওই তরুণীই চুম্বন করলেন উদিতের গালে। ঠিক তখনই উদিত গুঁজে দেন তাঁর ঠোঁট তরুণীর ঠোঁটে। তরুণী অবাক হয়ে চিৎকার করে ওঠেন। এখানেই শেষ হয়ে যায় ভিডিয়ো। বিষয়টিতে উদিতের ব্যাখ্যা, ভক্তদের সঙ্গে তাঁর সম্পর্ক গভীর এবং পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে তৈরি। 

তিনি বলেন, 'আমার ভক্ত এবং আমার মধ্যে একটি গভীর, বিশুদ্ধ এবং অটুট বন্ধন রয়েছে। তথাকথিত কলঙ্কজনক ভিডিওতে আপনি যা দেখেছেন, তা ছিল আমার ভক্তদের এবং আমার মধ্যেকার ভালবাসার বহিঃপ্রকাশ। তারা আমাকে ভালবাসে। আমি তাদের আরও বেশি ভালবাসি।'

এছাড়া, উদিত নারায়ণ তার সংগীত জীবনের স্বীকৃতি হিসেবে ভবিষ্যতে 'ভারতরত্ন' সম্মাননা পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন, 'আমি লতাজির মতো ভারতরত্ন পেতে চাই। তিনি আমার আদর্শ।'

উল্লেখ্য, উদিত নারায়ণ তার দীর্ঘ সংগীত কেরিয়ারে পদ্মশ্রী এবং পদ্মভূষণসহ বিভিন্ন সম্মান পেয়েছেন। তবে সাম্প্রতিক এই ঘটনায় তাঁর আচরণ নিয়ে সমালোচনা অব্যাহত রয়েছে।ভাইরাল ভিডিওয় প্রশ্ন উঠেছে গায়কের উদ্দেশ্য নিয়ে। সমাজমধ্যমে এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটাগরিকদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement