Advertisement

Uorfi Javed Harassed: মধ্যরাতে উরফির বাড়িতে ২ অচেনা লোক! কীভাবে নিজের প্রাণ বাঁচালেন?

Uorfi Javed News: উরফি মানেই নিত্যনতুন চমক। ফের চর্চায় উরফি। তবে এবার ফ্যাশন সম্পর্কিত কোনও বিষয়ে না। আতঙ্কে রয়েছেন তিনি। এমনকী প্রশ্ন ওঠে তাঁর নিরাপত্তা নিয়েও। ভয়ে থানায় ছুটে যান অভিনেত্রী। 

উরফি জাভেদউরফি জাভেদ
Aajtak Bangla
  • মুম্বই,
  • 23 Dec 2025,
  • अपडेटेड 11:00 AM IST

আলোচনায় থাকেন উরফি জাভেদ। তাঁর যে কোনও পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। উরফি জাবেদকে চেনেন না, এরকম নেটিজেন খুব কমই আছেন বোধ হয়। উরফি মানেই নিত্যনতুন চমক। তাঁর ফ্যানেদের সংখ্যাও বিপুল। ছোট পর্দার মাধ্যমেই বিনোদন জগতে পা রাখেন। উরফি মানেই নিত্যনতুন চমক। ফের চর্চায় উরফি। তবে এবার ফ্যাশন সম্পর্কিত কোনও বিষয়ে না। আতঙ্কে রয়েছেন তিনি। এমনকী প্রশ্ন ওঠে তাঁর নিরাপত্তা নিয়েও। ভয়ে থানায় ছুটে যান অভিনেত্রী। 

মধ্যরাতে জোর করে দুই ব্যক্তি উরফি জাভেদের বাড়িতে ঢোকার চেষ্টা করে। এর ফলে, সোমবার সকালে (২২ ডিসেম্বর) তাঁকে তাঁর বোনদের সঙ্গে নিয়ে থানায় ছুটে যেতে হয়। সোশ্যাল মিডিয়ার সকলের সঙ্গে এই খবরটি শেয়ার করেন তিনি। এরপরই সকলে তাঁর জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে। অভিনেত্রী জানান, তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছিল।

বিপদে উরফি জাভেদ?

আরও পড়ুন

উরফি জাভেদ সংবাদমাধ্যমকে জানান, ২২ ডিসেম্বর ভোর সাড়ে ৩ টের দিকে এক অচেনা ব্যক্তি প্রায় ১০ মিনিট ধরে তাঁর দরজার বেল বাজায়। পরে তিনি জানতে পারেন যে, একজন নয়, দু'জন তাঁর বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল এবং সেখান থেকে যেতে রাজি হচ্ছিল না। এরপর উরফিকে পুলিশের সাহায্য নিতে হয়। পুলিশ আসার পরেই ওই দুই ব্যক্তি তাঁর বাড়ি থেকে পালিয়ে যায়।

উরফি বলেন, যখন দু'জন লোক ১০ মিনিট ধরে তাঁর দরজার বেল বাজাচ্ছিল, তখন তিনি বাইরে গিয়ে দেখতে যান। তাদের মধ্যে একজন উরফিকে দরজা খুলে ভেতরে ঢুকতে দিতে বলে। অন্য আরেকজন এক কোণে দাঁড়িয়ে ছিল। উরফি বলেন, "আমি লোকটিকে চলে যেতে বলি, কিন্তু সে রাজি হয়নি। আমি পুলিশে ফোন করার হুমকি দেওয়ার পরেই সে চলে যায়।"

উরফির সঙ্গে দুর্ব্যবহার 

উরফিকে আরও জিজ্ঞাসা করা হয়েছিল যে পুলিশ আসার পর কী হয়েছিল। অভিনেত্রী বলেন, "আমরা যখন পুলিশকে ফোন করি, তখন তারা আমাদের এবং পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে। খুব অভদ্র ছিল এবং চলে যেতে  বলা সত্ত্বেও তারা সেখান থেকে যেতে রাজি হচ্ছিল না।"

Advertisement

উরফি বলেন, এটি তাঁর জন্য একটি খুব ভীতিকর অভিজ্ঞতা ছিল। অভিনেত্রী বলেন, "যখন কেউ ভোর ৩টের সময় বাড়ির বাইরে দাঁড়িয়ে একজন মেয়েকে দরজা খুলতে বলে এবং তারপর সেখান থেকে যেতে অস্বীকার করে, তখন তা খুব ভীতিকর। মেয়েরা যখন একা থাকে, তখন এই ধরনের পরিস্থিতি বিশেষভাবে ভয়ঙ্কর হয়।"

উরফি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তিনি নিজেকে খুব নিরাপত্তাহীন মনে করছেন। অভিনেত্রী প্রশ্ন করেন, "আমি জানতে চাই তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে।" ভক্তরাও উরফির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

প্রসঙ্গত, নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য প্রায়ই চর্চায় থাকেন উরফি জাভেদ। প্রতিবার নয়া স্টাইল স্টেটমেন্টে সকলের নজর কাড়েন তিনি। কখনও অনাবৃত ঊর্ধ্বাঙ্গ, তো কখনও উদ্ভট পোশাক, এভাবেই বারবার সংবাদের শিরোনামে আসেন বলিউড অভিনেত্রী। এমনকী প্রপসের তালিকায় রয়েছে ঘড়ি, ব্লেড, কাঁচ, ব্যান্ডেজ, সফট টয়েজ, পেরেক থেকে শুরু করে আরও রকমারি জিনিস। 

 

Read more!
Advertisement
Advertisement