Advertisement

vijay deverakonda rashmika mandanna: গোপনে বাগদান সারলেন বিজয়-রশ্মিকা, কবে হচ্ছে চারহাত এক?

কর্ণ জোহরের কফির কাউচ থেকে শুরু করে মলদ্বীপের রিসর্ট, সর্বত্রই একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। শুধু তাই নয়, তাঁদের রসায়নে মুগ্ধ অনুরাগীরাও অনেক দিন ধরেই অপেক্ষায়, কবে হবে ‘অফিশিয়াল’ ঘোষণা?

গোপনে বাগদান সারলেন বিজয়-রশ্মিকা, কবে হচ্ছে চারহাত এক?গোপনে বাগদান সারলেন বিজয়-রশ্মিকা, কবে হচ্ছে চারহাত এক?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 04 Oct 2025,
  • अपडेटेड 2:35 AM IST

দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় মুখ বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দন। তাঁদের প্রেমের খবর বিনোদন দুনিয়ার ‘ওপেন সিক্রেট’। যদিও জনসমক্ষে নিজেদের সম্পর্ক নিয়ে কখনওই মুখ খোলেননি এই জুটি, কিন্তু একাধিক বার তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত ও একে অপরের পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি ঘুরে বেড়িয়েছে নেটমাধ্যমে।

কর্ণ জোহরের কফির কাউচ থেকে শুরু করে মলদ্বীপের রিসর্ট, সর্বত্রই একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। শুধু তাই নয়, তাঁদের রসায়নে মুগ্ধ অনুরাগীরাও অনেক দিন ধরেই অপেক্ষায়, কবে হবে ‘অফিশিয়াল’ ঘোষণা?

অবশেষে অভিনেতা বিজয় দেবেরকোন্ডা এবং রশ্মিকা মান্দান্না তাদের ভক্তদের সাথে সুখবর ভাগ করে নিয়েছেন। বছরের পর বছর প্রেমের পর, তারা গোপনে বাগদান সম্পন্ন করেছেন। বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে বিজয় এবং রশ্মিকা আংটি বিনিময় করেছেন। ভক্তরা আনন্দিত এবং তাদের অভিনন্দন জানাচ্ছেন।

আরও পড়ুন

রশ্মিকা এবং বিজয় গীতা গোবিন্দম ছবিতে একসাথে কাজ করেছিলেন। তারা বেশ কয়েক বছর ধরে ডেটিং করছিলেন। যদিও তাদের কেউই একে অপরের নাম উল্লেখ করেননি, তারা অবশ্যই সাক্ষাৎকারে বলেছিলেন যে তারা সম্পর্কে ছিলেন। দুজনকে প্রায়ই ডেট এবং ছুটি কাটাতে একসাথে দেখা গেছে। এখন, তারা তাদের বাগদানের ঘোষণা দিয়ে তাদের ভক্তদের সাথে সুখবর ভাগ করে নিয়েছেন।

খবরে বলা হয়েছে যে ৩রা অক্টোবর বিজয় দেবেরকোন্ডার বাড়িতে এই দম্পতির বাগদান সম্পন্ন হয়। শুধুমাত্র বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এটি ছিল খুবই অন্তরঙ্গ একটি অনুষ্ঠান। এই দম্পতি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করবেন। তাদের একটি ডেস্টিনেশন ওয়েডিং হবে। উল্লেখ্য, তারা কেবল গীতা গোবিন্দম নয়, ডিয়ার কমরেড ছবিতেও একসাথে অভিনয় করেছিলেন।

ফেব্রুয়ারিতেই কি বাগ্‌দান?
দিন কয়েক আগে থেকেই বলিপাড়ায় কানাঘুষো, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নাকি আংটিবদল করতে চলেছেন বিজয় ও রশ্মিকা। যদিও এ নিয়ে মুখ খোলেননি তাঁরা কেউই। তবে সম্প্রতি বিজয়ের ঘনিষ্ঠ এক প্রতিনিধি এই খবরকে ‘সম্পূর্ণ ভুয়ো’ বলে উড়িয়ে দিয়েছেন।

তবে এখানেই শেষ নয়। ওই প্রতিনিধি এটাও বলেন, “বাগ্‌দানের জল্পনা একেবারে ভিত্তিহীন, তাও বলা যাচ্ছে না।” অর্থাৎ সরাসরি না বললেও, জল্পনার একচুলও কমেনি।

প্রেমের শুরু 'গীত গোবিন্দম'-এ
বিজয়-রশ্মিকার বন্ধুত্ব শুরু হয়েছিল 'গীত গোবিন্দম' ছবির সেটে। পরে 'ডিয়ার কমরেড'-এর শ্যুটিংয়ে কাছাকাছি আসেন তাঁরা। শোনা যায়, সেই সময় থেকেই তাঁদের প্রেমের শুরু। গত বছর ‘ডিয়ার কমরেড’ মুক্তির চার বছর পূর্তি উপলক্ষে একসঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন এই জুটি।আবার গুঞ্জন, এ বছর বর্ষবরণও একসঙ্গেই করেছেন তাঁরা।

অনুরাগীদের প্রশ্ন: কবে ঘোষণা?
প্রেম, পারিবারিক যোগাযোগ, একসঙ্গে ছুটি কাটানো, সব কিছুই তো রয়েছে! তাহলে আর কবে শুনতে পাওয়া যাবে তাঁদের সম্পর্কের সরকারি ঘোষণা? বাগ্‌দানের জল্পনা আপাতত সরিয়ে রাখলেও অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। সম্ভবত শুধু সময়ের অপেক্ষা।

তবে এই মুহূর্তে বিজয় ও রশ্মিকা দুইজনেই একাধিক ছবির কাজে ব্যস্ত। তবু ব্যক্তিগত জীবনে তাঁদের ঘনিষ্ঠতা এবং বিভিন্ন সূত্র থেকে আসা ‘ইঙ্গিত’ এই জল্পনাকে থামাতে পারছে না।

এবার দেখার, সত্যি কি ২০২৬ সালেই বলিউড-পাগল অনুরাগীরা তাঁদের প্রিয় জুটিকে দেখতে পাবেন মণ্ডপে? নাকি তার আগেই ধরা পড়বে আরও কোনও চমক?

 

Read more!
Advertisement
Advertisement