আবারো বছর শেষে কাজ করবেন মনোজ বাজপেয়ীর সাথে। RGV মনে করেন, যে ফিল্ম মানুষের সহজ অনুভূতিকে স্পর্শ করে, সেটিই হিট হয়। সমকামী মেয়েদের নিয়ে crime thriller মানুষের মনে আগ্রহের সঞ্চার করবে, মনে করেন রামগোপাল।