Advertisement

মনোরঞ্জন

PHOTOS: পামেলার ৬ নম্বর বিয়ে! এবার দেহরক্ষীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন 'Baywatch' নায়িকা

Aajtak Bangla
Aajtak Bangla
  • 29 Jan 2021,
  • Updated 12:37 PM IST
  • 1/8

হলিউড অভিনেত্রী ও টেলিভিশন স্টার পামেলা অ্যান্ডারসন বরাবরই সংবাদের শিরোনামে থাকেন। প্লে-বয় ম্যাগাজিনের এই স্টার আইকন, সম্প্রতি বিয়ে করেছেন। টানা পাঁচ দিন ধরে চলেছে সেই বিয়ের অনুষ্ঠান। 

  • 2/8

আবার বিয়ে করেছেন পামেলা। এবার তিনি তাঁর দেহরক্ষীকে ড্যান হ্যাহার্স্টের সঙ্গে খুব গোপনীয়তা বজায় রেখে বিয়ে করেছেন। ড্যান ও পামেলার বিয়ের অনুষ্ঠান গত বছরের বড়দিনে সম্পন্ন হয়েছে। 

  • 3/8

তাঁদের বিয়ের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ার এই মুহূর্তে ভাইরাল। পামেলা-ড্যানের জুটির অনেকেই প্রশংসা করছেন নেটপাড়ায়। 

  • 4/8

শোনা যাচ্ছে অভিনেত্রী তাঁর দেহরক্ষীর প্রেমে লকডাউনের সময়ে পড়েছিলেন। তিনি জানিয়েছিলেন, "হ্যাঁ সত্যিই আমি লকডাউনের সময়ই প্রেমে পড়ি এবং তারপরে বিয়ে করি। বেশি লোককে আমি আমন্ত্রণ জানাতে পারিনি। দুজনের পরিবার আশীর্বাদ করেছে এবং তার সঙ্গে আমাদের বন্ধু ও পরিজনেরা ছিলেন‌।"

  • 5/8

এর আগে গত ফেব্রুয়ারি মাসে পামেলা জন পিটারসের সঙ্গে মাত্র ১২ দিনের মধ্যে বিবাহ বিচ্ছেদ করেন। যদিও পামেলা এটাকে বিয়ে বলে মানেন না। 
 

  • 6/8

পামেলা  জানিয়েছিলেন আমি সঠিক জানিনা কেন আমাদের বিচ্ছেদ হয়েছে। তবে আমার একটা ভয় কাজ করছিল। 

  • 7/8

পামেলা অ্যান্ডারসনের রিক সলোমনের সঙ্গে দু'বার বিয়ে হয়েছিল। এর আগে ১৯৯৫ সালের তাঁর প্রথম বিয়ে হয় টমি লি-র সঙ্গে। পামেলা ও টমির দুটি সন্তান রয়েছে।কিন্তু সেই বিয়েও তিন বছর পর ১৯৯৮ সালে ভেঙে যায়।

  • 8/8

পামেলার সঙ্গে ভারতের একটা যোগসূত্র রয়েছে। 'বিগ বস ৪'-র প্রতিযোগী হিসেবে তিনি যোগদান করেছিলেন। তাঁর সম্পূর্ণ যাত্রা খুবই স্মরণীয় ও জল্পনা প্রবণ ছিল। এর আগে সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয় থাকতেন পামেলা। এরপর সোশ্যাল মিডিয়াকে তিনি বিদায় জানান। একটি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, তাঁর এই সামাজিক মাধ্যম একদমই ভালো লাগে না।

Advertisement
Advertisement