Advertisement

হলিউড

রিহানা, ওবামা সহ এই তারকাদের ফলোয়ার্স সংখ্যা সবচেয়ে বেশি! জানেন কারা আছে বিশ্বের প্রথম ৫-এ?

Aajtak Bangla
  • 03 Feb 2021,
  • Updated 1:09 PM IST
  • 1/10

কৃষি বিল নিয়ে প্রায় দুই মাসের বেশি সময় ধরে ভারতের কৃষকেরা আন্দোলন করছেন। এখন এই কৃষক আন্দোলন আন্তর্জাতিক আলোচনার পর্যায়ে পৌঁছে গেছে। মঙ্গলবার পপ তারকা রিহানা ট্যুইট করে প্রশ্ন তুলেছেন কেন এ বিষয়ে কোনও কথা বলা হচ্ছে না?

  • 2/10

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত রিহানাকে কটাক্ষ করে বলেছেন, "আমরা আপনার মতো বোকা নই যে আমাদের দেশ বেঁচে দিব।" যদিও গায়িকা এ বিষয়ে কোনও মন্তব্য করেন নি এখনও পর্যন্ত।
 

  • 3/10

 সেই সময় থেকে রিয়ানা ভারতের সংবাদের শীর্ষে রয়েছেন। যদিও রিহানার খবরের শীর্ষে আসা এই প্রথমবার নয়। এর আগেও তাঁর গান এবং জীবনযাত্রার জন্যে বহুবার তিনি চর্চায় ছিলেন।

  • 4/10

সোশ্যাল মিডিয়ার খুবই সক্রিয় এবং বলা চলে সেনসেশন রিহানা। তাঁর ফ্যানেদের তালিকা নেহাতই কম নয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফলোয়ার্সদের সেরা পাঁচজনের মধ্যে নাম আছে তাঁর।
 

  • 5/10

রিহানার ট্যুইটার হ্যান্ডেলে বিপুল পরিমাণে ফলোয়ার্স রয়েছে। এত বেশি সংখ্যক ফলোয়ার্স বলিউড এমনকি ভারতের কারো নেই। কঙ্গনা রানাওয়তের কথায় আসলে, তাঁর ট্যুইটারে ফলোয়ার্স সংখ্যা ৩ মিলিয়ন।

  • 6/10

পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ফলোয়ার  রয়েছে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার। তাঁর ১২৮.৮ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে ট্যুইটারে। 

  • 7/10

 এরপরেই রয়েছেন কানাডার গায়ক জাস্টিন বাইবার। ট্যুইটারে জাস্টিনের রয়েছে ১১৩.৮ মিলিয়ান ফলোয়ার্স। 
 

  • 8/10

এই তালিকাতে আমেরিকার গায়িকা কেটি পেরি রয়েছেন তৃতীয় নম্বরে। তাঁর ১০৯.৩ মিলিয়ন ফলোয়ার্স ট্যুইটারে। 

  • 9/10

রিয়ানা চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর ফলোয়ার্স সংখ্যা ১০১ মিলিয়ন।

  • 10/10

ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পঞ্চম স্থানে রয়েছেন ফলোয়ার্স সংখ্যার বিচারে। ৯০.৭ মিলিয়ন লোকেরা তাঁকে ফলো করেন।

 

(ছবি- Getty Images)

Advertisement
Advertisement