Advertisement

মনোরঞ্জন

Video: মৃত্যুর আগে রাহুলের শেষ ভিডিও, অক্সিজেনের বদলে শুধু মাস্ক লাগিয়ে গেলেন ডাক্তার!

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 10 May 2021,
  • Updated 5:07 PM IST
  • 1/8

রবিবার অভিনেতা রাহুল বোহর মারা গেলেন। তিনি করোনায় ভুগছিলেন এবং তার চিকিৎসা চলছিল দিল্লির রাজীব গান্ধী সুপার স্পোশালিটি হাসপাতালে। রাহুলের স্ত্রী জ্যোতি তিওয়ারি তাঁর চলে যাওয়ায় শোকে আচ্ছন্ন। স্বামীর মৃত্যুর বিচার চেয়ে সরব হয়েছেন জ্যোতি।

  • 2/8

জ্যোতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। সঙ্গে রাহুলের শেষ ভিডিওটি শেয়ার করেছেন। যেখানে হাসপাতালে চিকিৎসা নিয়ে অবহেলার নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

  • 3/8

ভিডিওতে রাহুল অক্সিজেন মাস্ক সরিয়ে দিয়ে বলেছেন, এই সময়ে অত্যন্ত মূল্যবান অক্সিজেন মাস্ক। এটি ছাড়া করোনা রোগীকে ছটফট করতে হয়। এর পর তিনি আবার মাস্ক পরেন এবং খুলে বলেন যে এতে কিছুই আসছে না।

  • 4/8

রাহুল আরও বলেন, 'অ্যাটেন্ডেন্ট এলে আমি তাকে বলেছিলাম যে বোতল থেকে অক্সিজেন আসে সেখান থেকে জল আসছে। শুনে সে চলে যায়। তার পরে তাদের আবার ডাকতে হয়। এক দেড় ঘন্টা পরে একবার দেখা দিয়ে আবার চলে যায়। ততক্ষণ পর্যন্ত ম্যানেজ করতে হয়। বার বার বলে এক মিনিটে আসছি। এই খালি মাস্ক দিয়ে আমি কী করব?'

  • 5/8

রাহুলের স্ত্রী লিখেছেন- প্রত্যেক রাহুলের জন্য বিচার চাই। আমার রাহুল চলে গেছে, সবাই এ কথা জানে, কিন্তু কী ভাবে সে গেল কেউ জানে না। রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতাল দিল্লি। এইভাবে সেখানে চিকিৎসা করা হয়। আমি আশা করি আমার স্বামী ন্যায়বিচার পাবেন। আর একজন রাহুল যাতে এই পৃথিবী ছেড়ে না যায়।

  • 6/8

শনিবার রাহুল ফেসবুকে একটি পোস্ট লিখে সকলের কাছে সাহায্যের আবেদন করেছিলেন। তার কয়েক ঘণ্টা পর তিনি মারা যান।

  • 7/8

রাহুল পোস্টে লেখেন, 'আমি যদি ভাল চিকিৎসা পেতাম বেঁচে যেতাম। তোমার রাহুল। শীঘ্রই জন্ম নেব এবং ভাল কাজ করব। এখন আমি সাহস হারিয়ে ফেলেছি।'

  • 8/8

ছবি সৌজন্য: জ্যোতি তিওয়ারির ইনস্টাগ্রাম

Advertisement
Advertisement