রণবীর কাপুর- আলিয়া ভাটের 'ব্রহ্মাস্ত্র' গত ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। বহু প্রতীক্ষিত এই ছবি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে এবং সমালোচকদের কাছ থেকে মিশ্র কিংবা ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। বলা যায় নেতিবাচক রিভিউ খুব কমই পেয়েছে।
এমনকি, বক্স অফিসেও ভাল ব্যাটিং করেছে 'ব্রহ্মাস্ত্র'। শুধু দেশে না, বিদেশেও দাপিয়ে চলেছে ছবিটি। এমনকি এবছর সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমাগুলির মধ্যে একাধিক ছবির রেকর্ড ভেঙেছে 'ব্রহ্মাস্ত্র'।
তবে কোনও কারণবশত অনেকে সিনেমাহলে গিয়ে দেখতে পারেননি ছবিটি। সেই সমস্ত মনখারাপ দর্শকদের জন্য রয়েছে দারুণ সুখবর। বক্স অফিসের লম্বা দৌড় শেষ করে, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' এবার আসছে ওটিটিতে।
আগে শোনা গিয়েছিল ডিজনি প্লাস হটস্টারে (Disney+ Hotstar) ২৩ অক্টোবর থেকে স্ট্রিমিং হবে, 'ব্রহ্মাস্ত্র'। তবে এখন শোনা যাচ্ছে ৪ নভেম্বর রাত ১২ টা থেকে দেখা যাবে এই অ্যাডভেঞ্চার ড্রামা।
'ব্রহ্মাস্ত্র' ডিজনি প্লাস হটস্টারে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় এই পাঁচটি ভারতীয় ভাষায় স্ট্রিমিং হবে।
বিশ্বব্যাপী প্রায় ৪৩০ কোটি টাকা লক্ষ্মীলাভ করেছে 'ব্রহ্মাস্ত্র'। বক্স অফিসের এই পারফরম্যান্স দেখে অনেকেই ভাবতে পারেননি, এত তাড়াতাড়ি ওটিটি-তে আসবে এই ছবি।
'ব্রহ্মাস্ত্র'-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করছেন।
ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে 'ব্রহ্মাস্ত্র ২' নিয়ে। শোনা যাচ্ছে, ছবির সিক্যুয়ালে রণবীর সিংকে একটি প্রধান চরিত্রে দেখা যাবে। অনেকেই মনে করছে শিবার বাবা দেবের চরিত্রেই দেখা যাবে তাঁকে।
তবে ওটিটি-তেও যে ব্যাপক সাড়া ফেলবে এই ছবি, তা আন্দাজ করা যায়।