Advertisement

Dipsita Dhar Debuts In Acting: রাজনীতির ময়দান থেকে সোজা বলিউডে দীপ্সিতা! কোন চরিত্রে দেখা যাবে বাম নেত্রীকে?

Dipsita Dhar News: এবার রাজনীতি থেকে সরাসরি অভিনয়ে বামেদের নতুন প্রজন্মের মুখ দীপ্সিতা। ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমেই সিনে দুনিয়ায় অভিষেক হল সিপিএম নেত্রী দীপ্সিতা ধরের।

দীপ্সিতা ধর (ছবি: ফেসবুক)দীপ্সিতা ধর (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Mar 2025,
  • अपडेटेड 8:23 AM IST

তিনি রাজনীতির ময়দানের অত্যন্ত পরিচিত মুখ। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স সংখ্যাও বিরাট। এবার পা রাখলেন অভিনয় জগতে। কথা হচ্ছে সিপিএম নেত্রী দীপ্সিতা ধরকে নিয়ে। এবার রাজনীতি থেকে সরাসরি অভিনয়ে বামেদের নতুন প্রজন্মের মুখ দীপ্সিতা। ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমেই সিনে দুনিয়ায় অভিষেক হল তাঁর। অ‌্যামাজন প্রাইমের নতুন ওয়েব সিরিজ 'জিদ্দি গার্লস'-এ কাজ করেছেন নেত্রী। 

হাওড়ার বালির মেয়ে একেবারে সোজা বলিউডে। সোনালি বসু পরিচালিত ও প্রীতীশ নন্দী কমিউনিকেশনের এই সিরিজের প্রথম এপিসোড ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। তবে রিল আর রিয়েল লাইফের সামঞ্জস্য রয়েছে। বাস্তবের মতো এখানেও তিনি আন্দোলনের মুখ। এক আন্দোলনকারীর চরিত্রেই দেখা যাবে দীপ্সিতাকে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে নন্দিতা দাস, দিয়া দামিনী, লিলেট দুবের মতো অভিনেত্রীদের। 

জেএনইউয়ের প্রাক্তনীকে দীপ্সিতা ধর। কীভাবে এল এই কাজের সুযোগ? সংবাদমাধ্যমকে নেত্রী জানান, পরিচালক সোনালি বসুর অনুরোধেই, একেবারেই ব্যক্তিগত জায়গা থেকে এই কাজটা করেছেন তিনি। যদিও শ্যুটিং হয়েছিল অনেক দিন আগেই। পঞ্চায়েত নির্বাচনের সময় হাত ভাঙার পর, ভাঙা হাত নিয়েই এই সিরিজের শ্যুটিং সেরেছিলেন তিনি। দীপ্সিতার কথায়, "পরিচালক সোনালির অনুরোধ ফেলতে পারিনি।"

আরও পড়ুন

'জিদ্দি গার্লস'-এ উঠে এসেছে মেয়েদের কলেজ ও হোস্টেল জীবনের কথা। মূলত গল্পটা পাঁচ কলেজ পড়ুয়াকে নিয়ে। কলেজের কড়া অধ্যক্ষের অধীনে থেকে বন্ধুত্ব, ভালোবাসা এবং লক্ষ‌্য আবিষ্কার করার চ‌্যালেঞ্জের মুখোমুখি হবে তারা। কলেজে উঠবে লড়াইয়ের স্লোগানও। সিরিজের শ্যুটিং হয়েছে দিল্লি ও মুম্বইয়ে। 


 

Read more!
Advertisement
Advertisement