Advertisement

Prime Video 2024: মির্জাপুর, পঞ্চায়েত থেকে ফ্যামিলি ম্যান, নয়া সিজন কবে? বড় আপডেট দিল প্রাইম ভিডিও

খুব শীঘ্রই মির্জাপুর ও পঞ্চায়েত সিরিজের থার্ড সিজন আসছে। এমনটাই জানাল প্রাইম ভিডিও ২০২৪।  শুধু তাই নয়। আরও একগুচ্ছ নতুন সিরিজ, সিনেমার ঘোষণা করেছে OTT প্ল্যাটফর্ম। এর মধ্যে করণ জোহর এবং রীমা কাগতির ওয়েব সিরিজ এবং সিনেমাও রয়েছে।

প্রাইম ভিডিওতে নতুন কী কী সিরিজ আসছে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2024,
  • अपडेटेड 12:16 PM IST
  • খুব শীঘ্রই মির্জাপুর ও পঞ্চায়েত সিরিজের থার্ড সিজন আসছে। এমনটাই জানাল প্রাইম ভিডিও ২০২৪।
  • আরও একগুচ্ছ নতুন সিরিজ, সিনেমার ঘোষণা করেছে OTT প্ল্যাটফর্ম। এর মধ্যে করণ জোহর এবং রীমা কাগতির ওয়েব সিরিজ এবং সিনেমাও রয়েছে।
  • 'মির্জাপুর 3', 'সিটাডেল: হানি বানি', 'পঞ্চায়েত 3', 'গুলকান্দা টেলস', 'মা কা সাম', 'ডেয়ারিং পার্টনারস' এবং 'দ্য ট্রাইব'-এর মতো শো রয়েছে প্রাইম ভিডিওর নতুন রিলিজের তালিকায়।

খুব শীঘ্রই মির্জাপুর ও পঞ্চায়েত সিরিজের থার্ড সিজন আসছে। এমনটাই জানাল প্রাইম ভিডিও ২০২৪।  শুধু তাই নয়। আরও একগুচ্ছ নতুন সিরিজ, সিনেমার ঘোষণা করেছে OTT প্ল্যাটফর্ম। এর মধ্যে করণ জোহর এবং রীমা কাগতির ওয়েব সিরিজ এবং সিনেমাও রয়েছে। 'মির্জাপুর 3', 'সিটাডেল: হানি বানি', 'পঞ্চায়েত 3', 'গুলকান্দা টেলস', 'মা কা সাম', 'ডেয়ারিং পার্টনারস' এবং 'দ্য ট্রাইব'-এর মতো শো রয়েছে প্রাইম ভিডিওর নতুন রিলিজের তালিকায়। আসুন, এক নজরে ২০২৪-এ কোন কোন জনপ্রিয় শো আসছে, তা দেখে নেওয়া যাক। 

মটকা কিং
বিজয় ভার্মার সিরিজ। ১৯৬০-এর মুম্বইয়ের উপর বেস করে কাল্পনিক কাহিনীতে এই সিরিজ বানানো হয়েছে। সিরিজে একজন তুলো ব্যবসায়ী, টাকা ও সম্মানের খোঁজে, 'মটকা' নামে এক নতুন ধরণের জুয়া খেলা শুরু করেন। আর সেই মটকার প্রভাবেই কীভাবে মুম্বই জুড়ে ঝড় ওঠে, তাই নিয়েই এই সিরিজ। ধনী ও অভিজাতদের জন্যই এক সময়ে জুয়া, ক্যাসিনো সংরক্ষিত ছিল। তবে সেটা কীভাবে আমজনতার হাতের নাগালে চলে আসে, তাই নিয়েই এই সিরিজ।

মির্জাপুর ৩
গুরমিত সিং এবং আনন্দ আইয়ার পরিচালিত, বহু প্রতীক্ষিত সিরিজের ৩ নম্বর সিজন চলতি বছরেই মুক্তি পেতে চলেছে। নতুন সিজনে কাহিনী কোনদিকে এগোবে? জানা গিয়েছে, এবার গুড্ডু এবং গোলু এক নতুন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবে। সেটা কি তারা মোকাবিলা করতে পারবে? নাকি এখানেই গল্পে বড় টুইস্ট আসবে? সেই নিয়েই মির্জাপুর থ্রি-র কাহিনী। 

মির্জাপুর সিজন 3-এর কিছু নতুন ফুটেজও রিলিজ হয়েছে৷ ভিডিও ক্লিপে মির্জাপুরে পঙ্কজ ত্রিপাঠির আইকনিক চরিত্র কালেন ভাইয়া নজর কেড়েছেন৷ তাঁকে জিজ্ঞেস করতে দেখা যাচ্ছে, 'ভুল তো না গেয়ে হামেইন?'

ফুটেজে আলি ফজল, রসিকা দুগ্গল, বিজয় ভার্মা, শ্বেতা ত্রিপাঠী, ইশা তলওয়ার এবং অন্যান্যরাও রয়েছে। 'মির্জাপুরে'র ২০১৮ সালে প্রিমিয়ার হয়েছিল। তারপর ২০২০ সালে দ্বিতীয় সিজন এসেছিল।

Advertisement

পঞ্চায়েত ৩
জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা এবং রঘুবীর যাদব অভিনীত TVF সিরিজের নতুন সিজনও ২০২৪ সালে মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই প্রাইম ভিডিওতে পঞ্চায়েত থ্রি-র ফার্স্ট লুক শেয়ার করা হয়েছে।


এবারের সিরিজে পঞ্চায়েত নির্বাচনকে ফোকাসে রাখা হবে। প্রধান (নীনা গুপ্তা) এবং ভূষণ (রঘুবীর যাদব) উভয়েই শিবিরই তাদের ভাবমূর্তি ভাল করার ভয়ানক যুদ্ধে নেমেছে৷ গ্রামের পঞ্চায়েত নির্বাচন ঠিক কীভাবে হয়, তাই তুলে ধরা হবে পঞ্চায়েত থ্রি-র এই সিজনে। 

ফ্যামিলি ম্যান
মনোজ বাজপেয়ীর অভিনীত জনপ্রিয় সিরিজ ফ্যামিলি ম্যানেরও নতুন সিরিজ আসছে। এমনটাই জানিয়েছে প্রাইম ভিডিও ২০২৪

 

ফলো কর লো ইয়ার
আজব আজব পোশাক পরার জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেনসেশন উরফি জাভেদ। অনেকেই হয় তো উরফির পোশাক, কাজকর্ম নিয়ে হাসাহাসি করেন। কিন্তু উরফির কথায়, কারও তোয়াক্কা না করে এই ধরণের কাজকর্ম করেই তাঁর জীবন বদলে গিয়েছে। লক্ষ-লক্ষ টাকা আয় করছেন। এই সমস্ত কিছুর পর এবার প্রাইম ভিডিও-এ নিজের রিয়েলিটি শো-ও এনে ফেললেন উরফি। নতুন শো 'ফলো কর লো ইয়ার' আসছে প্রাইম ভিডিও-এ। মুম্বইয়ে সম্প্রতি অনুষ্ঠিত প্রাইম ভিডিও ইভেন্টে তিনি এই বিষয়ে জানান।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement