Advertisement

আসছে ভিন্ন স্বাদের তিন Web Series! সুসম্পন্ন হল শুভ মহরত

তিনটি ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ নিয়ে আসছেন চলচ্চিত্র পরিচালক সৌম্যজিত আদক (Soumojeet Adak) ও বাপ্পা (Bappa)। সিরিজগুলি আসছে 'রুপ প্রোডাকশন' -র ব্যানারে।

শুভ মহরত সুসম্পন্ন হল তিন ওয়েব সিরিজের শুভ মহরত সুসম্পন্ন হল তিন ওয়েব সিরিজের
সৌমিতা চৌধুরী
  • কলকাতা,
  • 26 Jun 2021,
  • अपडेटेड 7:11 PM IST
  • ডিজিটাল সিনেমাপ্রেমী দর্শকদের জন্যে রয়েছে সুখবর।
  • আসছে তিনটি ভিন্ন স্বাদের বাংলা ওয়েব সিরিজ।
  • পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন সৌম্যজিত আদক ও বাপ্পা।

গত এক বছরের বেশি সময় ধরে লকডাউনের জেরে ওটিটি প্ল্যাটফর্মের ওপর আরও বেশী করে নির্ভরশীল হয়ে উঠেছেন দর্শকেরা। আর ডিজিটাল সিনেমাপ্রেমী দর্শকদের জন্যে রয়েছে সুখবর। তিনটি ভিন্ন স্বাদের ওয়েব সিরিজ নিয়ে আসছেন চলচ্চিত্র পরিচালক সৌম্যজিত আদক (Soumojeet Adak) ও বাপ্পা (Bappa)। সিরিজগুলি আসছে 'রুপ প্রোডাকশন' -র ব্যানারে।

অঙ্কিত দাস ও সুরেশ তোলানীর প্রযোজনায় আসছে থ্রিলার আর প্রেমের মিশেলে তৈরি তিনটি ওয়েব সিরিজ। ইতিমধ্যে শুভ মহরত হয়েছে এই তিন সিরিজের। মহরত অনুষ্ঠানে হাজির ছিলেন কলাকুশলীরা।

* প্রথম ওয়েব সিরিজ - সাইকো (Psycho)
* পরিচালক - বাপ্পা
* অভিনয়ে - কনিনীকা বন্দোপাধ্যায়, কিঞ্জল নন্দ, প্রদীপ ভট্টাচার্য  

আরও পড়ুন

 

* দ্বিতীয় ওয়েব সিরিজ - অল্প হলেও সত্যি (Olpo Holeo sotti)
* পরিচালক - সৌম্যজিত আদক
* অভিনয়ে - সৌরভ দাস, দর্শনা বনিক, রিষভ বাসু ও শ্রীজনী মিত্র


* তৃতীয় ওয়েব সিরিজ - সন্ধ্যে নামার পরে (Sondhye Namar Por)
* পরিচালক - সৌম্যজিত আদক
* অভিনয়ে - অর্ন মুখোপাধ্যায়, ঐশ্বর্য সেন, রানা বাসু ঠাকুর

প্রসঙ্গত, 'অল্প হলেও সত্যি'-তে দর্শনা বণিকের জায়গায় অভিনয় করার কথা ছিল 'কি করে বলবো তোমায়' খ্যাত টেলি অভিনেত্রী স্বস্তিকা দত্তের। কিন্তু ধারবাহিকের শ্যুটিং থেকে ছুটি না পাওয়ায় ডেবিউ সিরিজের কাজ করার জন্য না করে দিতে হয় অভিনেত্রীকে। তবে বলাই বাহুল্য নতুন তিনটি ভিন্ন ঘরানার বাংলা ওয়েব সিরিজ আসলে খুশী হবেন সিনেমাপ্রেমীরা।

 

Read more!
Advertisement
Advertisement