Advertisement

Top 10 Thriller Movies: Netflix এ থ্রিলারের ঝড়! ঘুম উড়িয়ে দেবে এই ১০টা দুর্ধর্ষ সিনেমা

Top 10 Thriller Movies: Netflix এ সবচেয়ে সস্তার প্ল্যান মাসে ১৪৯ টাকার। আর তাতেই দেশবিদেশের সেরা সেরা কনটেন্ট দেখতে পাবেন। চাইলে এক মাসের জন্য নিয়ে দেখে নিতে পারেন। bangla.aajtak.in-এর এই লিস্টিকলে নেটফ্লিক্সের সেরা ১০টি থ্রিলারের তালিকা দেওয়া হল।

 নেটফ্লিক্সের টপ ১০ থ্রিলার মুভির তালিকা। নেটফ্লিক্সের টপ ১০ থ্রিলার মুভির তালিকা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2025,
  • अपडेटेड 7:18 PM IST
  •  Netflix এ সবচেয়ে সস্তার প্ল্যান মাসে ১৪৯ টাকার।
  • তাতেই দেশবিদেশের সেরা সেরা কনটেন্ট দেখতে পাবেন।
  • bangla.aajtak.in এর এই লিস্টিকলে নেটফ্লিক্সের সেরা ১০টি থ্রিলারের তালিকা দেওয়া হল।

Top 10 Thriller Movies: Netflix এ সবচেয়ে সস্তার প্ল্যান মাসে ১৪৯ টাকার। আর তাতেই দেশবিদেশের সেরা সেরা কনটেন্ট দেখতে পাবেন। চাইলে এক মাসের জন্য নিয়ে দেখে নিতে পারেন। bangla.aajtak.in এর এই লিস্টিকলে নেটফ্লিক্সের সেরা ১০টি থ্রিলারের তালিকা দেওয়া হল। থ্রিলার কেন? কারণ এই সাবজেক্টটা এখন খুব 'ইন'। সিরিজ হোক বা মুভি, আজকাল দর্শকরা এমন কনটেন্ট চাইছেন, যেখানে একের পর এক টুইস্ট, সাসপেন্স ও মাইন্ড ব্লোয়িং ক্লাইম্যাক্স থাকে। মানুষের অ্যাটেনশন স্প্যান এখন খুব কম। তাই টানটান উত্তেজনা না থাকলে মন আটকে রাখা মুশকিল। আর সেই কারণেই থ্রিলার মুভি বা সিরিজ এত জনপ্রিয়। নেটফ্লিক্সের (Netflix) এই লিস্টে হিন্দি, ইংরেজি, কোরিয়ান, স্প্যানিশ, মালায়ালম, তামিল, সব ভাষার থ্রিলার পাবেন। আসুন দেখে নেওয়া যাক আপাতত নেটফ্লিক্সের টপ ১০ থ্রিলার মুভির তালিকা।

The Call (Korean)

কোরিয়ান সাইকোলজিক্যাল টাইম থ্রিলার। দুই যুগের দুই মহিলা একটি ফোনকলের মাধ্যমে পরস্পরের সঙ্গে কথা বলছেন। আর সেখান থেকেই শুরু হয় ভবিষ্যৎ ও অতীত নিয়ন্ত্রণের ভয়ংকর খেলা। কনসেপ্টটাই একেবারে অন্যরকম।

Shutter Island (English)
মার্টিন স্করসিজির মাস্টারপিস। একটি সাইকো ক্রিমিনাল অ্যাসাইলামে তদন্ত করতে গিয়ে ভয়ঙ্কর সত্য উন্মোচন করবেন মার্কিন মার্শাল টেডি ড্যানিয়েলস। ডিটেকটিভ, গায়ে কাঁটা দেওয়া ভিজ্যুয়াল যাঁদের পছন্দ, তাঁদের জন্য এটা সেরা।

Andhadhun (Hindi)

এক 'অন্ধ' পিয়ানোবাদকের কাহিনী। মৃত্যু, ব্ল্যাকমেল এবং পরপর টুইস্ট, সাম্প্রতিক বলিউডের অন্যতম সেরা থ্রিলার এটি।

Bird Box (English)
এক অজানা শক্তির প্রভাবে পুরো মানবসভ্যতাই ধ্বংসের মুখে পড়বে। আর তার থেকে বাঁচার একমাত্র উপায় চোখ বেঁধে ফেলা। শুনে অবাক লাগছে? তাহলে দেখতেই হবে বার্ড বক্স।

Drishyam (Malayalam)

এক সাধারণ পরিবারের গোপন রহস্য। বিশাল টুইস্ট। এই সিনেমা যাঁরা একবার দেখেছেন, তাঁরা জীবনে ভুলতে পারবেন না।

Gone Girl (English)
বিয়ে, বিশ্বাসঘাতকতা, মিডিয়া ড্রামা ও ডার্ক মাইন্ড গেম এর সাবজেক্ট। বিশ্বজুড়ে আলোড়ন তোলা থ্রিলার।

Advertisement

Memories of Murder (Korean)

এটা কিন্তু সত্যি ঘটনার উপর বেসড। ২২ বছর আগে তৈরি। সিরিয়াল কিলার ইনভেস্টিগেশন ড্রামা। প্রথমে একটু স্লো লাগতে পারে। কিন্তু ধৈর্য্য ধরে দেখবেন। কারণ অর্ধেক দেখার পরই একেবারে মাথা ঘুরিয়ে দেওয়া কাণ্ড শুরু হবে। 

Vikram Vedha (Tamil)
পুলিশ ও ক্রিমিনালের মধ্যে নৈতিকতার ধাঁধা, আসলে ভিলেন কে? ভারতের সেরা থ্রিলারের তালিকা বানালে এটি থাকবেই। 

The Guilty (English / Danish original available)

এটা বেশ অদ্ভুত একটা মুভি। গোটা সিনেমাটাই একটি রুমের মধ্যে হচ্ছে। আর সেটাও শুধু একটা ফোনকলে। তাও এত টানটান সাসপেন্স যে নাওয়া খাওয়া ভুলে দেখবেন। মিস করবেন না।

Trapped (Hindi)
একটি বিলাসবহুল বিল্ডিংয়ের অনেক উপরের ফ্লোরে আটকে এক যুবক। খাবার, জল, মানুষের সঙ্গে যোগাযোগ, কিচ্ছু নেই। কীভাবে বেঁচে থাকছেন? সারভাইভাল থ্রিলার ট্র্যাপড সত্যিই একেবারে অন্য ধারার সিনেমা।

বোনাস:
আরও কিছু থ্রিলারের নাম যোগ করা হল। এগুলি এতটাই জনপ্রিয় যে এদের নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এগুলি কোনও তালিকারও উর্ধ্বে। 
Karthik Calling Karthik, Extraction, Money Heist, Narcos, Stranger Things, Dark, Ozark, Peaky Blinders, Breaking Bad.

নেটফ্লিক্সের থ্রিলার লাইব্রেরি বিশ্বমানের। ইংরেজি, কোরিয়ান, ভারতীয়, সব ভাষার কনটেন্টই সমান জনপ্রিয়। ফলে যারা নতুন কিছু দেখতে চাইছেন, তাঁরা এই তালিকা দিয়ে দেখা শুরু করতে পারেন। কমেন্টে লিখে জানান, আপনার দেখা প্রিয় থ্রিলার কোনটি?
 

Read more!
Advertisement
Advertisement