Advertisement

'এই দেশের প্রধানমন্ত্রীই রাজা'! প্রকাশ্যে সইফের 'তাণ্ডব'

প্রকাশ্যে এল সইফ আলি খান (Saif Ali Khan) অভিনিত ওয়েব সিরিজ 'তাণ্ডব'-র (Tandav) টিজার। রাজনৈতিক এই ড্রামাটির পরিচালনা করছেন আলি আব্বাস জাফার (Ali Abbas Zafar)। প্রযোজনা হিমাংশু মেহরা (Himangshu Mehra) এবং আলি আব্বাসের। আগামী ১৫ জানুয়ারী অ্যামাজন প্রাইমে আসছে এই সিরিজটি।

'তাণ্ডব'-এ সইফ আলি খান
Aajtak Bangla
  • মুম্বই,
  • 17 Dec 2020,
  • अपडेटेड 7:11 PM IST
  • প্রকাশ্যে নতুন ওয়েব সিরিজ 'তাণ্ডব'-র টিজার।
  • রাজনৈতিক এই ড্রামাটির পরিচালনা করছেন আলি আব্বাস জাফার।
  • সিরিজটিতে মুখ্য চরিত্রে রয়েছেন মুখ্য চরিত্রে সইফ আলি খান।

প্রকাশ্যে এল সইফ আলি খান (Saif Ali Khan) অভিনিত ওয়েব সিরিজ 'তাণ্ডব'-র (Tandav) টিজার। রাজনৈতিক এই ড্রামাটির পরিচালনা করছেন আলি আব্বাস জাফার (Ali Abbas Zafar)। প্রযোজনা হিমাংশু মেহরা (Himangshu Mehra) এবং আলি আব্বাসের। আগামী ১৫ জানুয়ারী অ্যামাজন প্রাইমে আসছে এই সিরিজটি।

এক মিনিটের এই টিজারটি শুরু হয়েছে জনসমাবেশ ও রাজনৈতিক ঝান্ডা দিয়ে। সিরিজটিতে একজন রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে ছোটে নবাবকে। শুরুতেই টিজারের ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে, "ভারতবর্ষকে শুধু একটাই জিনিস চালায় তা হল রাজনীতি...এই দেশে প্রধানমন্ত্রীই  রাজা.."

 

'তাণ্ডব'-এ মুখ্য চরিত্রে সইফ থাকলেও এখানে দেখি যাবে আরও এক ঝাক জনপ্রিয় মুখ। তার মধ্যে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ডিম্পল কাপাডিয়া, সুনীল গ্রোভার, তিগমাংশু ধুলিয়া। এছাড়াও রয়েছেন জিশান আইয়ুব খান, কৃতিকা কামরা, কুমুদ মিশ্র,গহর খান, অনুপ সোনি, ডিনো মোরিয়া এবং আরও অন্যান্যরা। টিজারে প্রায় সমস্ত তারকাদেরই ঝলক রয়েছে। ওয়েব সিরিজটির গল্প সম্পূর্ণ রাজনীতির উপর ভিত্তি করে তৈরি‌।

আরও পড়ুন: কালো 'বডি হাগিং' ড্রেসে করিনার বেবি বাম্প! বেল্টের নীচে বোঝা যাচ্ছে নাভি

'তান্ডব' দিয়ে OTT প্ল্যাটফর্মে ডেবিউ করতে চলেছেন চলচ্চিত্র পরিচালক আলি আব্বাস জাফর এবং ডিপল কাপাডিয়া। ওয়েব সিরিজগুলি সম্পর্কে আলি জানান, "তাণ্ডব-র মাধ্যমে রাজনীতিতে ক্ষমতার সেই খিদে আমরা দর্শকদের সামনে তুলে ধরবো। সিরিজটি দেখা মাত্র আপনি বুঝতে পারবেন ঠিক বা ভুল বলে কিছু নেই। পৃথিবীতে কালো বা সাদা বলে কোনও কিছুই নেই। বিভিন্ন চরিত্রের বিভিন্ন দিক ধরা পড়বে এই সিরিজে। আমি খুব খুশি ডিজিটাল মাধ্যমে একজন প্রযোজক ও পরিচালক হিসেবে কাজ শুরু করতে পেরে"।

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement