Advertisement

মনোরঞ্জন

PHOTOS: শোওয়ার সময় কিছু ওষুধ খেয়েছিলেন সিদ্ধার্থ, সকালে আর ঘুম ভাঙল না

Aajtak Bangla
  • মুম্বই,
  • 02 Sep 2021,
  • Updated 12:44 PM IST
  • 1/8

প্রয়াত অভিনেতা তথা টেলিভিশন সঞ্চালক সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla)। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রতিভাবান এই অভিনেতা। সিদ্ধার্থের জন্ম ১৯৮০-র ১২ ডিসেম্বর মহারাষ্ট্রের মুম্বইতে। 

  • 2/8

২০০৮ সালে টেলিভিশন সিরিয়াল বাবুল কা অঙ্গন ছুটে না-তে মুখ্য চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে প্রথম দর্শদকের সামনে আসেন তিনি। পরে জানে পেহচানে সে ইয়ে আজনবি, লাভ ইউ জিন্দেগি এবং বালিকা বধূর মতো জনপ্রিয় ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। তাছাড়া আহাত, সিআইডি-র মতো টিভি শোতেও দেখা যায় তাঁকে।

  • 3/8

২০১৩ সালে ঝলক দিখলা যা-র মতো প্রতিযোগিতায় একজন কনটেসট্যান্ট হিসেবে যোগ দেন সিদ্ধার্থ। ২০১৬-য় ফিয়ার ফ্যাক্টর খতরোঁ কে খিলাড়ি অনুষ্ঠানেও প্রতিযোগী ছিলেন তিনি। সেই শো জিতেও নেন সিদ্ধার্থ। তাছাড়া ২০১৯ সালে দেশের অন্যতম জনপ্রিয় শো বিগ বস ১৩-র বিজয়ীও ছিলেন সিদ্ধার্থ শুক্লা। 
 

  • 4/8

এতো গেল ছোট পর্দার কথা। বড় পর্দাতেও কাজ করেছেন সিদ্ধার্থ শুক্লা। ২০১৪ সালে বলিউডে অভিষেক তাঁর। ওই বছর হাম্পটি শর্মা কি দুলহানিয়া ছবিকে অঙ্গদ বেদির চরিতিরে অভিনয় করেন সিদ্ধার্থ।

  • 5/8

২০১৬  সালে বিজনেস ইন কাজাকিস্তান ছবিতে মিস্টার চক্রবর্তীর চরিতের দেখা যায় তাঁকে।  অ্যাঙ্কর হিসেবেও যথেষ্ট সফল ছিলেন সিদ্ধার্থ শুক্লা। 

  • 6/8

ইন্ডিয়াস গট ট্যালেন্ট বা সাবধান ইন্ডিয়া-র মতো শো-তে অ্যাঙ্কারের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তাছাড়া অজস্র মিউজিক ভিডিও বা অতিথি চরিত্রেও দেখা গিয়েছে সিদ্ধার্থ শুক্লাকে। কাজ করেছেন ওয়েব সিরিজেও।

  • 7/8

ঝুলিতে পুরস্কারও কম ছিল না সিদ্ধার্থের। স্টারডম, আইটিএ অ্যাওয়ার্ড, জি গোল্ড অ্যাওয়ার্ড, গোল্ড অ্যাওয়ার্ড সহ বহু পুরস্কার জিতে নিয়েছেন এই অভিনেতা। 
 

  • 8/8

এহেন অভিনেতার জীবন শেষ হল মাত্র ৪০ বছর বয়সেই। সূত্রের খবর মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। যার জন্য ময়নাতদন্তও করা হয় তাঁরা। আকস্মিক এই ঘটনায় শোকের ছাড়া গ্ল্যামার ওয়ার্ল্ডে।

Advertisement
Advertisement