Advertisement

মনোরঞ্জন

Jaya Ahsan Valentines Post: 'আমরা ভালবাসি,' ভ্যালেন্টাইন্স ডে-তে কাকে বার্তা জয়ার?

Aajtak Bangla
Aajtak Bangla
  • ঢাকা,
  • 14 Feb 2023,
  • Updated 4:01 PM IST
  • 1/10

জয়া আহসান, ওপার বাংলার অভিনেত্রী হলেও এপার  বাংলাতেও তাঁর জনপ্রিয়তা কম নয়।  নিয়মিত নতুন  নতুন ছবিতে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন জয়া আহসান। 
 

  • 2/10

বয়স যেন তার কাছে পাত্তাই পায় না, আর এবারে  বসন্তের ছোঁয়ায় নিজেকে মেলে ধরলেন  জয়া আহসান। 

  • 3/10

মঙ্গলবার জয়া দিলেন ফেসবুকে ভালোবাসার বার্তা। বললেন,  ভালোবাসাই নিঃস্বার্থতার সবচেয়ে বড় শিক্ষক। হিংসায় উন্মত্ত এই পৃথিবীতে একটি দিনও নিজেদের ভালোবাসার প্রয়োজনের কথা, ভালোবাসার মানুষকে মনে করার কথা মন্দ কী!
 

  • 4/10

বার্তার শুরুতেই জয়া লেখেন— কাল ছিল বসন্তের শুরু। আজ ভ্যালেন্টাইন। ভালোবাসার সঙ্গে রাখি বেঁধে রাখা দুটি দিন।
 

  • 5/10

ভালোবাসার এ দিনটি নিয়ে নায়িকার ভাষ্য— কোনো একটি দিনেই সরবে ঘোষণা দিয়ে ভালোবাসার কথা হয়তো বড্ডই অকিঞ্চিৎকর। ভালোবাসা তো চির বসন্তের মতো সব সময়েই আমাদের মনে জাগিয়ে রাখার কথা। সেটিই সংগত। তবু হিংসায় উন্মত্ত এই পৃথিবীতে একটি দিনও নিজেদের ভালোবাসার প্রয়োজনের কথা, ভালোবাসার মানুষকে মনে করার কথা মন্দ কী!
 

  • 6/10

জয়ার কথায় ভালোবাসাই হচ্ছে নিঃস্বার্থতার সবচেয়ে বড় শিক্ষক। অভিনেত্রী বলেন, ভালোবাসার মধ্যে আছে কাউকে স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার আনন্দ। এই যে নিজের চেয়ে আরেকজনকে বড় করে ভাবা, আরেকজনের আনন্দের মধ্যে নিজের আনন্দকে পাওয়া, আরেকজনকে দিয়ে নিঃশেষ হয়েও নিজেকে পূর্ণ বলে অনুভব করা—ভালোবাসাই তো সেটি দিতে পারে। ভালোবাসাই নিঃস্বার্থতার সবচেয়ে বড় শিক্ষক। ভালোবাসা শিখতে হয়। উপলব্ধি করতে হয় মন থেকে। এই ভালোবাসার কল্যাণেই বিরহ বেদনার ছায়া নেমে যেতে পারে পৃথিবী থেকে। 
 

  • 7/10

জয়া বলেন, আমরা যদি সত্যই ভালোবাসতে শিখি, তা হলেই পৃথিবীর বেদনার বড় ছায়াটা সরে যায়। ফুটপাতে যে বৃদ্ধাটা রাতের বেলা শীতে কাঁপছে তার জন্য ভালোবাসা; বখাটেদের হাতে লাঞ্ছিত যে কিশোরিটি ঘরের কোণে আত্মহত্যায় উদ্যত তার জন্য ভালোবাসা; ভূমিকম্পের তুরস্কে মা–বাবাকে হারানো যে সদ্যোজাত শিশুটি ভগ্নস্তূপ থেকে উদ্ধার পেল তার জন্য ভালোবাসা; মন্দির চূর্ণ করে দেওয়ার পর সেখানে মাথা ঠুকছেন যে পূজারি তার জন্য ভালোবাসা। সব শেষে জয়া শেষ করলেন ‘আমরা ভালোবাসি’ বাক্যটি দিয়ে।

  • 8/10

বসন্তের ছোঁয়ায় নিজেকে মেলে ধরা জয়া আহসানের ছবিগুলো ভক্তদের মনে দীপ জ্বালিয়ে দিয়েছে। সেই ছবিগুলোকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা শুভেচ্ছায় ভাসাচ্ছেন প্রিয় অভিনেত্রীকে।

  • 9/10

নেটিজেনরা মন্তব্য করছেন, দিন বাড়ার সঙ্গে সঙ্গে জয়ার রূপও বেড়ে চলেছে। আবার কেউ লিখেছেন, একটি ঘরেই আটকে আছে জয়ার বয়স। আবার কেউ লিখেছেন, চিরতরুণী আবেদনময়ী রূপে ধরা দিচ্ছেন জয়া। 

  • 10/10

এদিকে দুই বাংলার জনপ্রিয়  অভিনেত্রী ঢালিউড- টলিউড হয়ে এবার যাত্রা শুরু করেছেন বলিউডে। ‘করক সিং’ নামে বলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে সেই সিনেমার শুটিং শেষ করেছেন জয়া। সিনেমায় জয়ার সহশিল্পী বলিউডের খ্যাতিমান অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, সানজানা সাঙ্ঘি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুবথু প্রমুখ।
 

Advertisement
Advertisement