কিছুদিন আগে এক টুইট বার্তায় বিজেপির সাথে তাঁর সঙ্গ ত্যাগের কথা ঘোষণা করেছিলেন শ্রাবন্তী।
এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে বেহালা পশ্চিমের প্রার্থী হয়েছিলেন শ্রাবন্তী। লড়াই করেন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।
ভোটে লড়া সেই শ্রাবন্তী চট্টোপাধ্যায় কি এবর ফুল বদল করে ফেললেন। প্রশ্ন উঠতে শুরু করেছে।
কারণ, তাঁকে এখন তৃণমূলের মঞ্চে দেখা যাচ্ছে।
যা তাঁর তৃণমূলে যোগের বিষয়টিকে একপ্রকার নিশ্চিত করছে।
সোমবার দক্ষিন ২৪ পরগনার বাসন্তীর মসজিদবাটিতে তৃণমূল কংগ্রেস আয়োজিত ক্যানিং মহকুমার বিধায়কদের সম্বর্ধনা সভায় যোগ দেন শ্রাবন্তী।
শ্রাবন্তী নিজে অবশ্য তৃণমূলে যোগ দেওয়া নিয়ে কিছুই বলতে চাননি। এড়িয়ে গিয়েছেন সংবাদ মাধ্যমকে।
এদিন তৃণমূলের কোন নেতৃত্ব কেউই তাঁর হাতে তৃণমূলের দলীয় পতাকা না তুলে দিলেও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সওকাত মোল্লা দাবি করেছেন শ্রাবন্তী বিজেপির সঙ্গ ত্যাগ করে তৃণমূলে ফিরেছেন।