Advertisement

মনোরঞ্জন

মালাইকার চেয়েও Hot বান্ধবীকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন আরবাজ খান

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 31 Oct 2021,
  • Updated 6:39 PM IST
  • 1/8

মালাইকা আরোরা সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গিয়েছে বহুদিন। এটা এখন বাসি খবর। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকা আরোরা চুটিয়ে প্রেম করছেন, তার চেয়ে অনেক কম বয়সে অর্জুন কাপুরের সঙ্গে। এটাও পুরনো হয়ে গিয়েছে ফ্যানদের কাছে।

  • 2/8

এমনকী মালাইকা নিত্য নতুন ছবি পোস্ট করছেন। কখনও একা, কখনও অর্জুন এর সঙ্গে। তবে আরবাজ কী একা হয়ে গিয়েছেন বিচ্ছেদের পর ! তা কেন? আরবাজও খুঁজে নিয়েছেন নিজের মনের মতন সঙ্গিনী। 

  • 3/8

আরবাজের দাবি, মালাইকার চেয়েও হট এবং সেক্সি তার নতুন সঙ্গী। সম্প্রতি তিনি কিছু ছবি পোস্ট করেছেন নীল সমুদ্রের ধারে। যেখানে তার নয়া গার্লফ্রেন্ড জর্জিয়া আন্দ্রিয়ানি ও বন্ধুদের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন সালমান খানের ছোট ভাই।

  • 4/8

সোশ্যাল মিডিয়ায় সে ছবি ছেড়ে দিয়েছেন যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এই মুহূর্তে মালদ্বীপে রয়েছেন আরবাজ ও জর্জিয়া এবং তাঁদের বন্ধুরা। ইনস্ট্রাগ্রামে এই ছবি পোস্ট করেছেন আরবাজ। খাবার, নীলসমুদ্র এবং ছুটির মেজাজ। খোশ মেজাজেই দেখা যাচ্ছে সেলিমতনয়কে।

  • 5/8

জুলাই মাসে ফিরে ফিরে দেখা গেলে দেখা যাবে, আরবাজ তার নতুন লাইফ পার্টনার জর্জিয়া আন্দ্রিয়ানিকে নতুন গার্লফ্রেন্ড রূপে বেছে নিয়েছেন।

  • 6/8

তিনি জানিয়েছেন, তিনি এবং জর্জিয়া সম্পর্কের মধ্যে রয়েছেন।  এর মধ্যে সম্পর্কের মধ্যে সম্মান দেওয়ার দিকে জোর দিয়েছেন তিনি। জানিয়েছেন জর্জিয়ার পৃথক পরিচিতি রয়েছে। তার নিজস্ব সত্ত্বা রয়েছে।

  • 7/8

আরও জানিয়েছেন, তিনি এই মুহূর্তে জর্জিয়ার সঙ্গে খুশি। নিজেদের গণ্ডির মধ্যে থাকতে চান। পাশাপাশি জর্জিয়া আমার সাথে জীবনে রয়েছে, এটাই যথেষ্ট এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।

 

  • 8/8

তিনি জানান, তাঁকে সেলিম খানের ছেলে কিংবা সলমন খানের ভাই বলে সম্বোধন করাটা ঘোর আপত্তির। তিনি জানান প্রত্যেকের নিজস্ব আইডেন্টিটি রয়েছে। তাকে সেভাবেই যাচাই করা উচিত। জর্জিয়া একজন ইটালিয়ান মডেল। এই মুহূর্তে তারা দুর্দান্ত রিলেশনশিপ কাটাচ্ছেন।

Advertisement
Advertisement