Advertisement

মনোরঞ্জন

গোয়ার বিচে মিনিস্কার্টে 'উষ্ণ' ঝুমা বৌদি, রইল PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • 06 May 2022,
  • Updated 4:40 PM IST
  • 1/8

ভোজপুরি অভিনেত্রী, বঙ্গ ললনা মোনালিসা তার ভক্তদের মুগ্ধ করার ক্ষেত্রে কোনও খামতি রাখেন না। তাঁর একের পর এক ‘ঘাতক’ পোজের ছবি লক্ষ লক্ষ ভক্তের হৃদয় দুর্বল করে দেয়, মনে দোলা দেয়।

  • 2/8

বিভিন্ন সময়, নানা রূপে তিনি তাঁর ভক্তদের মুগ্ধ করেন। সম্প্রতি, মোনালিসা তার সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন।

  • 3/8

বাংলার ঝুমা বৌদির স্টাইলিশ পোশাকে পোস্ট ফের লক্ষ লক্ষ ভক্তের নজর কেড়েছে। কালো রঙের স্ট্রিং ক্রপ টপ এবং হালকা গোলাপি শর্ট স্কার্ট পরে ধরা দিলেন ভক্তদের কাছে।

  • 4/8

গোয়ার মর্জিম সমুদ্র সৈকতে আগুন ঝরালেন ঝুমা বউদি। তাঁর শরীরি উত্তাপে যে মর্জিম সৈকতে শুকনো গাছপালাগুলো আরও ‘শুকিয়ে কাঠ’ হয়ে গেছে!

  • 5/8

মোনালিসা তাঁর ইন্সটা হ্যান্ডেলে মর্জিম সৈকতে তোলা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ‘ঝুমা বৌদি’ তাঁর পোস্টে লিখেছেন, ‘সোক আপ দ্যা সান (Soak Up The Sun)...’

  • 6/8

রোদের থেকে মাথা আর চোখ বাঁচাতে মাথায় হালকা হ্যাট পরেছেন মোনালিসা। তবে তাঁর আগুন ঝরানো ছবি দেখে লক্ষ লক্ষ ভক্তের চোখ ঝলসে যাওয়ার জোগাড়!

  • 7/8

জাতীয় টেলিভিশন চ্যানেলের একটি রিয়েলিটি শো-এর প্রতিযোগী থাকাকালীন তাঁর বয়ফ্রেন্ড অভিনেতা বিক্রান্ত সিংকে বিয়ে করার পর মোনালিসা লাইমলাইটে আসেন।

  • 8/8

ভোজপুরি ছাড়াও, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং ওড়িয়ার মতো অসংখ্য ভাষার ছবি আর ওয়েব সিরিজে কাজ করেছেন।

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

Advertisement
Advertisement