Advertisement

মনোরঞ্জন

Wedding Picture Of Jeet: পাকা দেখার পরই প্রেম, দেখুন জিৎ-মোহনার বিয়ের সব PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • 12 Nov 2025,
  • Updated 2:41 PM IST
  • 1/13

২০১১-এর ২৪ ফেব্রুয়ারি লখনউয়ের স্কুল শিক্ষিকা মোহনা রাতলানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন জিৎ।
 

  • 2/13

বিয়ে লখনউতে করলেও কলকাতায় ফিরে রাজকীয় রিসেপশন পার্টির আয়োজন করা হয়। 
 

  • 3/13

বিয়ের দিন লাল রঙের লহেঙ্গায় সেজেছিলেন মোহনা, সঙ্গে চূড়া ও কুন্দন সেট। 
 

  • 4/13

জিৎ পরেছিলেন সাদা রঙের শেরওয়ানি ও মাথায় সাদা পাগড়ি। 
 

  • 5/13

বিয়ের দিন এসেছিলেন প্রসেনজিৎ ও অর্পিতা, সঙ্গে তাঁদের ছেলে মিশুক। 
 

  • 6/13

রিসেপশনের দিন মোহনা পরেছিলেন লাল ও সাদা ডিজাইনার শাড়ি, সঙ্গে গয়না ও মাথায় সিঁদুর। আর জিৎ পরেছিলেন কালো শেরওয়ানি ও লাল রঙের ধুতি। 
 

  • 7/13

জিৎ-মোহনার বিয়েতে হাজির ছিল গোটা টলিপাড়া। 
 

  • 8/13

জিৎ ও মোহনার রিসেপশনে জুটিতে আসেন দেব ও শুভশ্রী। 
 

  • 9/13

এসেছিলেন শিল্পপতি হর্ষ নেওটিয়া ও তাঁর স্ত্রীও। 
 

  • 10/13

এছাড়াও শ্রীকান্ত মোহতা ও নিসপাল সিংকেও দেখা গিয়েছে। 
 

  • 11/13

বিয়েতে জমিয়ে নাচা-গানা করেন টলিউড সেলেবরা। ছিলেন ঋতুপর্ণা, জিতের প্রথম ছবির নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদী, বরখা বিস্ত, কোয়েল সহ আরও অনেকে। 
 

  • 12/13

জিৎ ও মোহনাকেও দেখা যায় একসঙ্গে নাচ করতে। 
 

  • 13/13

এখন এক মেয়ে ও এক ছেলে নিয়ে সুখের সংসার জিৎ-মোহনার।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement