বলিউডে এমন অনেক তারকা আছেন যাঁরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার আগে নিজেদের নাম বদলে ফেলেছেন। আজ তাঁরা তাঁদের নতুন নামেই জনপ্রিয়। তালিকায় রয়েছে বিনোদন জগতের একাধিক শীর্ষস্থানীয় অভিনেতা-অভিনেত্রীরা।
শিল্পা শেঠি একজন সুপরিচিত বলিউড অভিনেত্রী। তাঁর আসল নাম হল অশ্বিনী শেঠি।
পতৌদি পরিবারে জন্ম নেওয়া সইফ আলি খানের (Saif Ali Khan) আসল নাম (Real Name) সাজিদ আলি খান।
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর বড় ছেলে সানি দেওলের (Sunny Deol) আসল নাম অজয় সিং দেওল।
অভিনেত্রী প্রীতি জিনতা তাঁর বাবা-মা প্রীতম জিনতা সিং রেখেছিলেন।
অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের (Mallika Sherawat) আসল নাম রীমা লাম্বা। মল্লিকার জন্ম হরিয়ানার হিসারে।
অভিনেতা মিঠুন চক্রবর্তীর আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী। মিঠুন ১৯৭৬ সালে মৃগয়া ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন।
বলিউডের খিলাড়ি বলা হয় অক্ষয় কুমারকে (Akshay Kumar), অনেকেই জানেন না তাঁর আসল নাম রাজীব ভাটিয়া।
প্রাক্তন পর্নষ্টার অভিনেত্রী সানি লিওনও (Sunny Leone) তার নাম পরিবর্তন করেছেন এবং তার আসল নাম করণজিৎ কৌর ভোহরা।
এই তথ্য অনেকেরই অজানা যে অভিনেতা অজয় দেবগনের (Ajay Devgan) আসল নাম বিশাল দেবগন।
আরেকটি তথ্য জানলে অবাক হবেন, বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের (Abitabh Bachchan) আসল নাম (Real Name) ইনকিলাব শ্রীবাস্তব (Inquilab Srivastava)।
অভিনেতা দিলীপ কুমারের (Dilip Kumar) আসল নাম মোহাম্মদ ইউসুফ খান। বলিউডে পা রাখার আগে নিজের নাম পরিবর্তন করেন তিনি। নাম পরিবর্তন করেন রাজেশ খান্নাও, যাঁকে বলিউডের প্রথম সুপারস্টার বলা হত, তাঁর আসল নাম ছিল যতীন খান্না। বলিউডের জাম্পিং জ্যাক বলা হয় জিতেন্দ্রের আসল নাম রবি কাপুর।