সালটা ছিল ২০১৩। আজ (অর্থাৎ ৩০ মে) থেকে ঠিক ৮ বছর আগে, বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের পতন হয়েছিল। সকলে হারিয়েছিলেন তাঁদের প্রিয় 'ঋতু দা' (Ritu Da)-কে।
ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh), নামটার সঙ্গেই যেন জড়িয়ে আছে বাঙালিদের আবেগ, গর্ব। বলা যায় তাঁর তুলনা তিনি নিজেই! বাংলা তো বটেই, সেই সঙ্গে হিন্দি ও ইংরাজি ছবিতেও নিজেই ছাপ তিনি রেখে গিয়েছেন সমান পারদর্শিতার সঙ্গে।
১২ টা জাতীয় পুরস্কারের মধ্যে বাংলা ছাড়া একটি হিন্দি ও একটি ইংরাজি ছবির জন্য পেয়েছেন, এমন খুব চলচ্চিত্র পরিচালকই আছেন। কিন্তু এই স্বীকৃতি পেয়েছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ। সেই সঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে আরও বহু পুরস্কার।
ঋতুপর্ণ ঘোষের প্রথম হিন্দি ছবি 'রেইনকোট' (Raincoat)। ২০০৪ সালে বড়দিনের আগে মুক্তি পেয়েছিল এই ছবি। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চন ও অজয় দেবগণকে। ও হেনরির লেখা 'দ্য গিফট অফ মেজাই' (The Gift Of Magi)-থেকে 'রেইনকোট'-র গল্প নেওয়া হয়েছিল।
'রেইনকোট' ছবিটি মাত্র ১৬ দিনে শ্যুটিং হয়েছিল। বক্স অফিসে কমার্শিয়াল সাফল্য না মিললেও এই ছবি, 'সেরা হিন্দি ফিচার ফিল্ম' বিভাগে জাতীয় পুরস্কার পেয়েছিল।
আরও একটি হিন্দি ছবি তৈরি করেছিলেন ঋতুপর্ণ ঘোষ। 'মুম্বই কাটিং' (Mumbai Cutting)! মায়ানগরীর ১১ টা ছোট গল্পের মিশেলে তৈরি এই ছবি ২০০৮ সালে মুক্তি পেয়েছিল। এই ১১ টা ছবির পরিচালনা করেছিলেন মোট ১১ জন পরিচালক। যার মধ্যে একজন ঋতুপর্ণ ঘোষ। তাঁর পরিচালিত গল্পটির নাম 'আর্জ' (Urge)।
এরপর ২০১৩ সালে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত কমেডি থ্রিলার 'সানগ্লাস' (Sunglass) যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। পরিচালনার পাশাপাশি এই ছবির গল্পও লিখেছিলন তিনি। এই ছবিটি বাংলা ও হিন্দি দুটি ভাষাতেই হয়েছিল। হিন্দি ছবিটির নাম ছিল 'তাক ঝাঁক'।
হিন্দি ও বাংলা দুটি ভার্সনেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্কনা সেন শর্মা। তাঁর বিপরীতে হিন্দিতে টোটা রায় চৌধুরী ও হিন্দিতে আর মাধবনকে দেখা গিয়েছিল। এছাড়াও ছিলেন রাইমা সেন, জয়া বচ্চন, নাসিরুদ্দিন শাহের মতো অভিনেতারা।
ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ইংরাজি ছবি 'দ্য লাস্ট লিয়ার' (The Last Year) ২০০৭ সালে মুক্তি পায়। সেই বছরই ছবিটি 'সেরা ইংরাজি ফিচার ফিল্ম' বিভাগে জাতীয় পুরস্কার পায়। এমনকি শেফালি শাহ ছবিতে 'সেরা সহ অভিনেত্রী'-র জন্য জাতীয় পুরস্কার পান।
'দ্য লাস্ট লিয়ার' ছবিতে মুখ্য চরিতে অভিনয় করেছিলেন, অমিতাভ বচ্চন, প্রীতি জিন্টা, অর্জুন রাম্পাল,দিব্যা দত্ত, শেফালী শাহ, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।
এছাড়াও ২০১০ সালে মুক্তি পেয়েছিল ঋতুপর্ণ ঘোষ, দীপ্তি নভাল ও রাইমা সেন অভেনীত এবং সঞ্জয় নাগ পরিচালিত ছবি 'মেমোরিজ ইন মার্চ'। এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন ঋতুপর্ণ। ছবিটি 'সেরা ইংরাজি ফিচার ফিল্ম' বিভাগে জাতীয় পুরস্কার পায়।
ঋতুপর্ণ ঘোষ এমন এক শিল্পী যিনি তাঁর কাজের মাধ্যমে আট বছর কেন, আগামী আশি বছর বেঁচে থাকবেন দর্শক মনে। ৩০ মে তাঁকে সকলে চিরবিদায় জানালেও আসলে এই 'ঋতু' যেন চিরকালীন......