Advertisement

মনোরঞ্জন

'মসিহা' সোনুর দর্শন পেতে ১৪৫০ কিমি পথ অতিক্রম করলেন ৬৯-এর বৃদ্ধ

Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Aug 2021,
  • Updated 3:59 PM IST
  • 1/8

করোনা অতিমারিতে কয়েক হাজার মানুষের 'মসিহা' রূপে হাজির হয়েছিলেন অভিনেতা সোনু সুদ। কয়েক কোটি মানুষের আশীর্বাদ রয়েছে তাঁর ওপর। 
 

  • 2/8

সোনু সুদের এমন অনেক অনুরাগী আছেন যাঁদের নিয়ে কয়েক পাতার গল্প তৈরি হয়ে যায়। সম্প্রতি সেরকমই এক ভক্তের উন্মাদনা সামনে এসেছে। তাঁর এই ভক্তের বয়স ৬৯।
 

  • 3/8

অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ৬৯ বছর বয়সের বৃদ্ধ সোনু সুদের বড় ভক্ত। তাঁর সঙ্গে দেখা করার জন্য স্কুটি চালিয়ে ১৪৫০ কিলোমিটার পথ অতিক্রম করেন বৃদ্ধ।
 

  • 4/8

ব্যক্তির নাম জগগাম রাজু। তিনি জগগমপেটার বাসিন্দা। সোনু সুদের সমাজসেবায় মুগ্ধ হয়ে একদিন তিনি সিদ্ধান্ত নেন যে সোনুর সঙ্গে দেখা করবেন। রাজু সোনু সুদের সঙ্গে দেখা করে তাঁর খুব প্রশংসা করেন।
 

  • 5/8

অনুরাগী রাজুর সঙ্গে ছবিও তোলেন সোনু। এর পরে অনুরাগীর জন্য স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থাও করেন এরপর তাঁকে ট্রেনে বাড়িও পাঠিয়ে দেন। 
 

  • 6/8

গ্রামাঞ্চলের মানুষ সোনুকে 'মসিহা' বলে ডাকে এবং কিছু মানুষ তাঁকে ঈশ্বরের মতো পুজো করেন। মানুষ তাঁর নামে দোকানের নামও রাখছে। 
 

  • 7/8

করোনার প্রথম ঢেউয়ে কয়েক হাজার মানুষের জন্য বাসের ব্যবস্থা করেছিলেন সোনু। প্রচুর পরিযায়ী শ্রমিককে বিমানেও পাঠানোর ব্যবস্থা করেন। এরপর আসে দ্বিতীয় ঢেউ, সেসময় অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করেছিলেন তিনি। দেশজুড়ে কর্মসংস্থান বাড়াতেও প্রচেষ্টা করতে দেখা যায় তাঁকে।
 

  • 8/8

আগামিতে সোনু সুদকে চিরঞ্জীবী এবং রাম চরণের তেলুগু ছবি আচার্যতে দেখা যাবে। এছাড়াও, তিনি অক্ষয় কুমারের চলচ্চিত্র পৃথ্বীরাজেও অভিনয় করেছেন। সম্প্রতি, তাঁকে নিধি আগরওয়ালের সঙ্গে মিউজিক ভিডিও সাথ ক্যায়া নিভাওগেতে দেখা গেছে।
 

Advertisement
Advertisement