Advertisement

মনোরঞ্জন

Star Kids On Saraswati Puja: হলুদ পোশাকে খুদেদের সরস্বতী পুজো, কেমন সাজল তারকা সন্তানরা? PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jan 2026,
  • Updated 4:07 PM IST
  • 1/10

এই বছর রাজ-শুভশ্রীর কন্যা ইয়ালিনি সরস্বতী পুজোর দিন হাতেখড়ি দিল। ইয়ালিনি এদিন পরেছিল লাল পাড় সাদা শাড়ি আর সঙ্গে ঘটিহাতা ব্লাউজ, কপালে ছোট্ট টিপ আর হাতে চুড়ি ও গলার হার। 
 

  • 2/10

ছোট ছোট পায়ে আলতা পরতেও দেখা যায় ইয়ালিনিকে। মা শুভশ্রীর হাত ধরেই প্রথম বাংলা লিখলেন রাজ-কন্যা। 
 

  • 3/10

ইয়ালিনিকে শাড়িতে দেখা গেলেও ইউভান পরেছিল একেবারে ক্যাজুয়াল পোশাক। ওয়েস্টার্ন পোশাকেই দেখা গেল রাজ-শুভশ্রীর ছেলেকে। 
 

  • 4/10

অহনা ও দীপঙ্করের একরত্তি সেজেছিল মাল্টিকালার ঘাগরাতে। সঙ্গে আবার ছিল ওড়নাও। মা ও বাবার সঙ্গে ছবিও তুলল মীরা। কপালে ছোট্ট লাল টিপ ও মুখে মিষ্টি হাসি সকলের মন ভোলাচ্ছে। 
 

  • 5/10

ছোটপর্দার তারকা দম্পতি সুদীপ-অনিন্দিতার মেয়ে সরস্বতী পুজোয় পরেছিল হলুদ ও লাল রঙের স্কার্ট ব্লাউজ। 
 

  • 6/10

বাবার সঙ্গে কোলে বসে চলল দুষ্টুমি। বাবা ও মেয়ের সেই প্রাণখোলা হাসির মুহূর্ত ক্যামেরা বন্দি করলেন মা অনিন্দিতা। 
 

  • 7/10

সবেমাত্র একবছরে পা দিয়েছে কাঞ্চন-শ্রীময়ীর কন্যা কৃষভি। আর এই বছরের সরস্বতী পুজোয় মিষ্টি করে সেজে বসেছিল একরত্তি। 
 

  • 8/10

মা শ্রীময়ী কৃষভিকে হলুদ রঙের শাড়ি, ব্লাউজ পরিয়েছিলেন। দুটো ঝুটি আর কপালে টিপ পরে তাকে ছোট্ট সরস্বতী লাগছিল। 
 

  • 9/10

গৌরব-ঋদ্ধিমার একমাত্র পুত্র ধীর এখন একটু বড় হয়েছে। সরস্বতী পুজোর দিন মা বাবার সঙ্গে ম্যাচিং করে হলুদ পাঞ্জাবি আর সাদা রঙের পায়জামা পরেছিল। মা-বাবার সঙ্গে পোজ দিল ধীর। 
 

  • 10/10

মা-বাবার সঙ্গে হলুদ পাঞ্জাবি পরে সরস্বতী পুজোয় দেখা গেল রাহুল-প্রিয়াঙ্কার ছেলে সহজকে। বই কেনার পাশাপাশি মা-বাবার সঙ্গে সহজ সিনেমাও দেখল। সব ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement