Advertisement

মনোরঞ্জন

Ushasi Ray: কালো আউটফিটে সেনসেশন ঊষসী, নেটপাড়া ছ্যাঁকা খাচ্ছে

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2025,
  • Updated 7:42 PM IST
  • 1/10

ছোটপর্দা থেকেই কেরিয়ার শুরু করেন ঊষসী রায়। 
 

  • 2/10

ছোটপর্দা থেকেই কেরিয়ার শুরু করেন ঊষসী রায়। 
 

  • 3/10

এই মুহূর্তে ঊষসীকে দেখা যাচ্ছে রাজ চক্রবর্তীর গৃহপ্রবেশ সিরিয়ালে।
 

  • 4/10

যেখানে অভিনেত্রীর সাধারণ লুকসই দর্শকদের মন জয় করেছে। 
 

  • 5/10

তবে এবার শুভলক্ষ্মী অবতার থেকে বেরিয়ে ঊষসী ধরা দিলেন বোল্ড অবতারে। 
 

  • 6/10

কালো রঙের ব্রালেট ও কালো রঙের প্যান্ট পরে সেনসেশন ঊষসী। 
 

  • 7/10

খোলা চুল ও হালকা মেকআপেই নায়িকার লুকস পারদ চড়াচ্ছে নেট দুনিয়ায়। 
 

  • 8/10

ঊষসীর থেকে চোখ ফেরাতে পারবেন না। 
 

  • 9/10

শুভলক্ষ্মীর অবতার থেকে বেরিয়ে ঊষসীর এই লুকসে কুপোকাৎ নেটপাড়া। 
 

  • 10/10

নায়িকা ইতিমধ্যেই চুটিয়ে বেশ কিছু ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন।   
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement