Advertisement

মনোরঞ্জন

Who is this Actress: দেবের সঙ্গে বেশি দেখা যায় এই অভিনেত্রীকে, চিনতে পারছেন ?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Aug 2022,
  • Updated 6:48 AM IST
  • 1/7

তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভিড় করে ফ্যানেদের কমেন্ট। মুখের মিল খুঁজতে শুরু করেন নেটিজেনরা। মিল পেলেন কি? রাখিতে নিজের পরিবারের সঙ্গে সোশ্যাল হ্যান্ডেলে ছবি পোস্ট করেন রুক্মিণী। ছবিতে নিজের ভাইকে রাখির শুভেচ্ছাও জানান অভিনেত্রী।
 

  • 2/7

সঙ্গে লেখেন,"শুভ রাখি ভাইদা! আমি তোমাকে ঘৃণা করি সারাজীবন আমাকে বলার জন্য যে মামা-পাপা তোমাকে বেশি ভালোবাসে। তবে ধন্যবাদ, তুমি মাকে বলেছ এটা মিথ্যে ছিল।"
 

  • 3/7

রুক্মিণীর ছোটবেলার ছবি দেখে আপ্লুত তাঁর ফ্যানেরা। তাঁর গালের টোল মিলিয়ে ছোট্ট রুক্মিণীর সঙ্গে এখনকার কতটা মিল তা খুঁজছেন অনুরাগীরা।

 

 

  • 4/7

টলিউড সুপারস্টার দেবের সঙ্গে সম্পর্কের গুঞ্জন থেকে লাইমলাইটে আসেন রুক্মিণী মৈত্র। দেবের সঙ্গে জুটি বেঁধে ছবিও করে ফেলেছেন রুক্মিণী।
 

  • 5/7

মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন রুক্মিণী। তবে সেই গুঞ্জন আর বেশিদিন চাপা থাকেনি। 
 

  • 6/7

দেবের সঙ্গে রুক্মিণী মৈত্রের অভিনীত প্রথম ছবি 'চ্যাম্প' মুক্তি পায় ২০১৭ সালে। চলতি বছরে 'কিশমিশ' ছবিটি মুক্তি পায়।
 

  • 7/7

সম্প্ৰতি তাঁকে 'ডান্স ডান্স জুনিয়র সিজন ৩'-তে তাঁকে দেখা বিচারকের আসনে দেখা যাচ্ছে। দেব এবং মনামীকেও এই শোয়ের বিচারক।
 

Advertisement
Advertisement