Advertisement

মনোরঞ্জন

বিপাশার উষ্ণতায় তেতে উঠছে মালদ্বীপের বালি, Social সাইটে ফটো বং-বিউটির

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 23 Oct 2021,
  • Updated 12:24 AM IST
  • 1/8

বলিউড অ্যাক্ট্রেস তথা বং বিউটি বিপাশা বসু তার অভিনয়ের চেয়ে বরাবরই তার সেক্সি ফিগার এবং লাস্যময়ী আবেদনের জন্য ছেলেদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য।
 

  • 2/8

দীর্ঘদিন থাকে কোনও সিনেমায় দেখা যাচ্ছে না। তাতে কি ! তাতে তার ব্র্যান্ড ভ্যালু বিন্দুমাত্র কমেছে বলে মনে হয় না। সোশ্যাল মিডিয়াতে তিনি সমানভাবে সক্রিয়।

  • 3/8

তিনি নিজের ক্যারিয়ারে এবং চরিত্র দুটি সমান পারদর্শী ছিলেন। বিপাশা সোশ্যাল মিডিয়াতে নিজের ফ্যানদের কাছে পার্সোনাল লাইফ সব সময় খুল্লামখুল্লা রাখতে পছন্দ করেন।

  • 4/8

আপাতত মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন বঙ্গ তনয়া। তিনি লাগাতার এই ট্রিপ-এর ছবি ফ্য়ানদের সঙ্গে শেয়ার করে চলেছেন। সোশ্যাল সাইটে আর সেই সঙ্গে ব্যাপক ভাইরাল তার প্রতিটি ছবি।

  • 5/8

স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে তিনি যে খোশমেজাজেই সময় কাটাচ্ছেন, তা তার ছবিগুলি দেখলেই বোঝা যাচ্ছে। তিনি নিজের কিছু লেটেস্ট ছবি শেয়ার করেছেন। যাতে তিনি সানসেট এর সময় অত্যন্ত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সঙ্গে নিজেকে মিলিয়ে দুর্দান্ত কিছু ছবি।

  • 6/8

পেশ করেছেন তার ফ্যাশন স্টেটমেন্ট। তাঁর উজ্জ্বল ত্বক থেকে চুঁইয়ে পড়ছে পড়ন্ত বেলার আলো। তাঁকে দেখা গিয়েছে ব্লু এবং রেড প্রিন্টেড লম্বা গাউন জাতীয় একটি পোশাকে। যে ছবিটি শেয়ার করেছেন, তাতে ক্যাপশনে লিখেছেন, 'উফ দ্য হ্যাপি ব্লুজ' তাঁর এই ছবির ফ্যানেরা খুব প্রশংসা করেছেন।

  • 7/8

আরেকটি ছবিতে তাকে কলাপাতার মত পোশাকে দেখা গিয়েছে। সেটিও ফ্যানদের অত্যন্ত পছন্দ হয়েছে বলে রিয়াকশন এ বোঝা যাচ্ছে। বং বিউটি বিপাশা বসু এবং করন গ্রোভারের বিয়ের পাঁচ বছর হয়ে গিয়েছে। এই ৫ বছরে তাঁরা দুজন-দুজনের সঙ্গে অত্যন্ত ভালো বন্ডিং এ রয়েছেন বলেই মনে করা হচ্ছে।

 

  • 8/8

এখনও পর্যন্ত তাদের মধ্যে কোনও রকম মনোমালিন্য বা মতপার্থক্যের ছবি সামনে আসেনি। ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে ২০১৫ সালে অ্যালোন নামে একটি সিনেমায় বিপাশা বসুকে শেষবার দেখা গিয়েছিল। এরপর এতে তিনি বিয়ে করে নেন এবং তারপর থেকে তাকে এখনও পর্যন্ত সিলভার স্ক্রিনে দেখা যায়নি।

Advertisement
Advertisement