Advertisement

Bengali New Film: আমির খানের ছবির স্ক্রিপ্ট রাইটার এবার টলিউডে, অর্জুন-তাসনিয়ার জুটি

Bengali New Film: বাংলা ছবিতে এবার জুটি বাঁধতে চলেছেন অর্জুন চক্রবর্তী ও বাংলাদেশী অভিনেত্রী তাসনিয়া ফারিন। পরিচালক বিপ্লব গোস্বামীর বাংলায় এটাই প্রথম ছবি। যদিও তাঁর আরও একটি পরিচয়ও আছে। তিনি আমির খান প্রযোজিত লাপতা লেডিস-এর চিত্রনাট্যকার। প্রযোজক আমির খান, পরিচালনার দায়িত্বে কিরণ রাও।

একসঙ্গে জুটিতে দেখা যাবে অর্জুন-তাসনিয়াকেএকসঙ্গে জুটিতে দেখা যাবে অর্জুন-তাসনিয়াকে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Sep 2023,
  • अपडेटेड 10:48 AM IST
  • বাংলা ছবিতে এবার জুটি বাঁধতে চলেছেন অর্জুন চক্রবর্তী ও বাংলাদেশী অভিনেত্রী তাসনিয়া ফারিন। পরিচালক বিপ্লব গোস্বামীর বাংলায় এটাই প্রথম ছবি।

বাংলা ছবিতে এবার জুটি বাঁধতে চলেছেন অর্জুন চক্রবর্তী ও বাংলাদেশী অভিনেত্রী তাসনিয়া ফারিন। পরিচালক বিপ্লব গোস্বামীর বাংলায় এটাই প্রথম ছবি। যদিও তাঁর আরও একটি পরিচয়ও আছে। তিনি আমির খান প্রযোজিত লাপতা লেডিস-এর চিত্রনাট্যকার। প্রযোজক আমির খান, পরিচালনার দায়িত্বে কিরণ রাও। আর সেই ছবিতে কাহিনিকার বাঙালি ছেলে বিপ্লব গোস্বামী। সব মিলিয়ে পুরো বিষয়টাই এখন আলাদা স্তরে চলে গিয়েছে। বছর কয়েক আগে নতুন চিত্রনাট্যকারের খোঁজে আয়োজিত হয়েছিল এক প্রতিযোগিতা। সেখান থেকেই উঠে আসেন বিপ্লব গোস্বামী। আর তাঁর গল্প নিয়েই তৈরি হয়েছে লাপতা লেডিস। 

এক সংবাদমাধ্যকে বিপ্লব জানিয়েছেন যে তাঁর গল্প পড়ে রীতিমতো চমকে গিয়েছিলেন আমির খান। সেই প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন রাজকুমার রাও, জুহি চতুর্বেদী এবং অঞ্জুম রাজাবলীর মতো তাবড় নাম। সেই প্রতিযোগিতায় চার হাজার এন্ট্রির মধ্যে জায়গা করে নিতে পেরেছিল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিন ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র বিপ্লবের চিত্রনাট্য। বিপ্লব জানিয়েছেন, আমির একদিন বিপ্লবকে নিজের বাড়িতে ডেকে পাঠান এবং জানান যে তাঁর চিত্রনাট্য নিয়ে নিজস্ব প্রযোজনায় সিনেমা করতে চান। বিপ্লবের সেদিন খুবই ভালো লেগেছিল। কারণ আমির খানের মতো বড় মাপের এক প্রযোজক নতুনদের জায়গা করে দিতে চাইছেন।

তবে এই ছবিটি বিপ্লব নিজে পরিচালনা করতে পারেননি। কিরণ রাও পরিচালনা করেছেন। তাতে অবশ্য চিত্রনাট্যকারের কোনও আপত্তি নেই। কিরণের পরিচালনায় লাপতা লেডিস ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে সাড়া ফেলে দিয়েছে। টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হচ্ছে ছবিটি। আগামী বছর জানুয়ারিতে এই ছবি মুক্তি পাবে।

পুজোর পরপরই বিপ্লব পরিচালিত এই ছবি আসতে চলেছে। নাম পাত্রী চাই। অর্জুন-তাসনিয়া ছাড়াও থাকবেন সব্যসাচী চক্রবর্তী ও মমতাশঙ্করের মতো অভিনেতারা। লাপতা লেডিস-এর মতো পাত্রী চাই সোশ্যাল স্যাটায়ার। এই ছবির প্রযোজনায় রয়েছে প্রমোদ ফিল্মস। এরপর বলিউডেও ছবি পরিচালনা করবেন বিপ্লব। সেই কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছে। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement