Advertisement

Shaheb Bhattacharjee: সুস্মিতা নন, এই তরুণীর সঙ্গে প্রেম করছেন সাহেব, চিনুন অভিনেতার প্রেমিকাকে

Shaheb Bhattacharjee: টেলিপাড়ায় সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-এর প্রেমের গুঞ্জন একেবারে হট টপিক। কথা সিরিয়াল করতে গিয়ে নাকি একে-অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অনস্ক্রিন কথা ও অগ্নি। কিন্তু আদৌও কি তাই? সাহেব ভট্টাচার্য প্রেম যে করছেন তা নিজেই জানিয়েছিলেন অভিনেতা। কিন্তু তাঁর মনের মানুষ সুস্মিতা নন, অন্য কেউ।

সাহেবের প্রেমিকা সুস্মিতা নয়, অন্য কেউ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Nov 2024,
  • अपडेटेड 2:58 PM IST
  • টেলিপাড়ায় সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-এর প্রেমের গুঞ্জন একেবারে হট টপিক।

টেলিপাড়ায় সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে-এর প্রেমের গুঞ্জন একেবারে হট টপিক। কথা সিরিয়াল করতে গিয়ে নাকি একে-অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন অনস্ক্রিন কথা ও অগ্নি। কিন্তু আদৌও কি তাই? সাহেব ভট্টাচার্য প্রেম যে করছেন তা নিজেই জানিয়েছিলেন অভিনেতা। কিন্তু তাঁর মনের মানুষ সুস্মিতা নন, অন্য কেউ। এতদিন সাহেব ও সুস্মিতার প্রেমের গুঞ্জন শোনা গেলেও সাহেবের জন্মদিনে প্রথমবার সামনে এলেন অভিনেতার প্রেমিকা। 

সাহেব সহ-অভিনেত্রী সুস্মিতা দের সঙ্গে সম্পর্কে জড়াননি বরং অভিনেতার মনের মানুষ অন্য কেউ। পেশায় মডেল তিনি, নাম স্বাগতা দাস। সাহেব নিজে ছবি প্রকাশ্যে আনেননি। তবে অভিনেতার জন্মদিনে স্বাগতাই প্রথমবার তাঁদের ছবি সামনে নিয়ে আসেন। লেখেন,  'শুভ জন্মদিন আমার বাস্তবের আসল হিরো'। এতদিন অনেকেই ভেবেছিলেন যে সাহেব-সুস্মিতাই হয়ত চুটিয়ে প্রেম করছেন, কিন্তু বাস্তবে অভিনেতার আসল মনের মানুষ অন্য কেউ। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

কিছুদিন আগে সাহেবের বাড়ির গেট টুগেদারেও সাহেবের পাশে স্বাগতাকে দেখা গিয়েছিল। সেলফি তুলেছিলেন সুস্মিতার সঙ্গেও। তবে সাহেব ও স্বাগতার প্রেম নিয়ে একেবারেই খুশি নন কথা সিরিয়ালের ভক্তরা। কারণ তাঁরা ভেবেছিলেন হয় অনস্ক্রিন এই জুটি অফস্ক্রিনেও প্রেম করছেন। কিন্তু আসলে সেটা হয়নি। অনেকেই মনে করছেন, সিরিয়ালের জনপ্রিয়তা যাতে কোনওভাবে ম্লান না হয়ে যায় তাই সাহেব ও সুস্মিতা দুজনেই এই প্রসঙ্গে কোনও কথাই বলেননি। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

স্বাগতা দাস, পেশায় একজন মডেল। বিভিন্ন জনপ্রিয় পত্রিকা, ম্যাগাজিন এবং ব্র্যান্ডের হয়ে মডেলিং করেন তিনি। দীর্ঘ কয়েক বছর ধরেই এই পেশার সঙ্গে যুক্ত। সরাসরি অভিনয়ে জগতের সঙ্গে যুক্ত না হলেও মিডিয়া লাইনেই রয়েছেন সাহেব এবং স্বাগতা, সাহেবও মডেলিং করেন সেখান থেকেই পরিচয় দুজনের। প্রসঙ্গত, এর আগেও সাহেব মডেল সোনিকা চৌহানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন। কিন্তু এক দুর্ঘটনায় প্রাণ হারান সোনিকা। এরপর থেকে সাহেব আর কোনও সম্পর্কে জড়াননি। সোনিকার পর ফের এক মডেলের সঙ্গে সম্পর্কে জড়ালেন সাহেব।    

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement