অত্যন্ত সঙ্কটজনক পরিস্থিতি প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তাঁর শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে শেষ ২৪ ঘণ্টায়। শরীরের গুরুত্বপূর্ণ বেশ কিছু অঙ্গ কাজ করছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অত্যন্ত সঙ্কটজনক পরিস্থিতি
অভিনেতার হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি বলে জানিয়েছেন চিকিৎসকরা। সেইসঙ্গে কিডনির অবস্থা নিয়েও আশঙ্কা বাড়ছে। গুরুত্বপূর্ণ একাধিক অঙ্গ সাড়া দিচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতি গুরুতর। অভিনেতাকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
বুধবার শ্বাসনালীর অস্ত্রোপচার হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। সেই অস্ত্রোপচারও সফল ভাবে হয়। বৃহস্পতিবার প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল প্রবীণ এই অভিনেতাকে। কিছুটা হলেও সেই সময়ে তাঁর পরিস্থিতি স্থিতিশীল ছিল। নতুন করে রিপোর্টে কোনও সমস্যার কথা আসেনি। কিডনি ও ফুসফুসের অবস্থাও কিছুটা ভালো হয়। ফলে কিছুটা হলেও স্বস্তিতে ছিলেন চিকিৎসকরা। কিন্তু শেষ ২৪ ঘণ্টায় প্রবীণ এই অভিনেতার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ সাড়া দিচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে উদ্বেগ বেড়েছে সকলের মধ্যে। এখন সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছে দিয়েছেন, অভিনেতার শারীরিক অবস্থা অত্যান্ত সঙ্কটজনক। আরও অবনতি হচ্ছে। চিকিৎসকদের দল চেষ্টা চালাচ্ছেন। কিন্তু পরিস্থিতি ধীর ধীরে অত্যন্ত গুরুতর হচ্ছে। অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা ঘিরে বাড়ছে আশঙ্কাও। চিকিৎসক অরিন্দম কর যে বুলেটিন দিয়েছেন, তাতে তাঁর গলাতেও উদ্বেগ ফুটে উঠেছে। তিনি জানিয়ে দিয়েছেন, এই প্রথম এতোটা সঙ্কটজনক অবস্থায় রয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
উদ্বেগে চিকিৎসকরা
প্রবীণ এই অভিনেতার একাধিক কো-মর্বিডিটি থাকায় চিন্তিত ছিলেন চিকিৎসকেরা। এমনকি তাঁর শ্বাসনালীতে জটিল অস্ত্রোপচারটি ঘিরেও উদ্বগে ছিলেন তাঁরা। করোনা নিয়ে প্রথমে হাসপাতালে ভর্তি হলেও, একের পর এক রোগে শারীরিক অবস্থা অবনতি হতে থাকে তাঁর। পরে মাঝে পরিস্থিতি একটু হলেও স্বাভাবিক হয়। কিন্তু এখন অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘিরেই উদ্বেগ বাড়ছে সব মহলে।