Advertisement

Television Gossip: প্রেম করছেন পর্দার 'দীপ ও ঝাঁপি'? গোধূলি আলোয় কাছাকাছি সৌরভ-শুভস্মিতা

Television Gossip: টলিপাড়ায় কে যে কখন কার সঙ্গে ডেট করছেন, তা বোঝা বড় দায়। আর সেটা ডেট নাকি সিনেমা-সিরিয়ালের প্রচার, সেটাও বোঝা যায় না। এই যেমন টেলিপাড়ায় নতুন গুঞ্জন শুরু হয়েছে সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়কে নিয়ে।

প্রেম করছেন সৌরভ-শুভস্মিতা?প্রেম করছেন সৌরভ-শুভস্মিতা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jan 2026,
  • अपडेटेड 2:53 PM IST
  • লক্ষ্মীর ঝাঁপি সিরিয়ালে দীপ ও ঝাঁপির মধ্যে ক্রমেই প্রেম জমে উঠছে।

টলিপাড়ায় কে যে কখন কার সঙ্গে ডেট করছেন, তা বোঝা বড় দায়। আর সেটা ডেট নাকি সিনেমা-সিরিয়ালের প্রচার, সেটাও বোঝা যায় না। এই যেমন টেলিপাড়ায় নতুন গুঞ্জন শুরু হয়েছে সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়কে নিয়ে। এঁদের মধ্যে নাকি নতুন সম্পর্ক শুরু হয়েছে। যদিও এই নিয়ে দুজনেই মুখে কুলুপ এঁটেছেন এক প্রকার। যদিও সৌরভের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম নেই। আর এইসবের মাঝেই শুভস্মিতাকে নিয়ে সৌরভের পোস্ট করা ছবি তাঁদের সম্পর্কের জল্পনাকে নতুন করে উস্কে দিয়েছে। 

লক্ষ্মীর ঝাঁপি সিরিয়ালে দীপ ও ঝাঁপির মধ্যে ক্রমেই প্রেম জমে উঠছে। কিন্তু পর্দার এই রসায়ন বাস্তবেও কি নতুন সম্পর্কের সূচনা করছে তাঁদের মধ্যে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ছবি কিন্তু অন্য কথাই বলছে। শীতের শান্তিনিকেতনে আউটডোর শুটিংয়ে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকেই কিছু ছবি পোস্ট করেন দুই অভিনেতা। তার পর থেকেই তীব্র হয়েছে গুঞ্জন। সেই জল্পনায় আরও পাক ধরেছে সৌরভ-শুভস্মিতার সাম্প্রতিক কিছু ছবি দেখে।

গোধূলি বেলায় একান্তে সময় কাটাচ্ছেন সৌরভ ও শুভস্মিতা তথা দীপ ও ঝাঁপি। কখনও একে-অপরের মুখোমুখি, কখনও বা একসঙ্গে দেখছেন সূর্যাস্ত আবার কখন বা একসঙ্গে হাসছেন। এই ছবি পোস্ট হতেই দুজনের সম্পর্কের গুঞ্জন আরও একবার মাথা চাড়া দিয়ে উঠল। সেই ছবি দেখে অনুরাগীদের অনেকেই দুইয়ে দুইয়ে চার করেছেন। যদিও এইসব নিয়ে কোনও মন্তব্যই করেননি সৌরভ-শুভস্মিতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছিলেন যে পর্দার সমীকরণ শক্তিশালী করতে বন্ধুত্ব থাকা জরুরি। তবে এই একান্তযাপন শুধুই বন্ধুত্বের, নাকি তলে তলে অন্য গল্প বোনা হচ্ছে তাঁদের মধ্যে, সেটা জানার জন্য অপেক্ষা করে থাকতে হবে। 

পরিচালক হিসাবে অনেক কাজই করে ফেলেছেন সৌরভ। বহু বছর পর ছোটপর্দায় ফেরা তাঁর। এখন তিনি ‘লক্ষ্মী ঝাঁপি’র নায়ক। সৌরভের অতীত জীবন বেশ তিক্ত। মধুমিতা সরকারের সঙ্গে প্রেম, তারপর বিয়ে। কিন্তু সেই সুখের সংসারের স্থায়িত্ব বেশিদিনের ছিল না। ডিভোর্স হয় মধুমিতা ও সৌরভের। খুব শীঘ্রই দ্বিতীয় বিয়ে করতে চলেছেন সৌরভের প্রাক্তন। কিন্তু নিজেকে এখনও সিঙ্গল বলেই দাবি করে এসেছেন সৌরভ। তবে পর্দার ঝাঁপির সঙ্গে বাস্তবেও মনের মিল হচ্ছে কিনা তাঁর, সেই উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে।      

Advertisement

Read more!
Advertisement
Advertisement