Advertisement

Kanchan-Sreemoyee: ভোগ দিয়ে তারাপীঠে পুজো কাঞ্চন-শ্রীময়ীর, তারকা দম্পতি কী চাইলেন মায়ের কাছে ?

Kanchan-Sreemoyee: কাঞ্চন-শ্রীময়ীকে নিয়ে চর্চা সবসময় হয়েই থাকে। তাঁদের প্রেম থেকে বিয়ে, সন্তান জন্মের পরও তাঁদের নিয়ে চর্চা-সমালোচনা থামেনি। তবে এইসব কিছুকে খুব একটা পাত্তা দিতে নারাজ তৃণমূল বিধায়ক কাঞ্চন ও তাঁর স্ত্রী শ্রীময়ী।

তারাপীঠে ভোগ দিয়ে পুজো দিলেন কাঞ্চন-শ্রীময়ীরতারাপীঠে ভোগ দিয়ে পুজো দিলেন কাঞ্চন-শ্রীময়ীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jan 2025,
  • अपडेटेड 11:46 AM IST
  • কাঞ্চন-শ্রীময়ীকে নিয়ে চর্চা সবসময় হয়েই থাকে।

কাঞ্চন-শ্রীময়ীকে নিয়ে চর্চা সবসময় হয়েই থাকে। তাঁদের প্রেম থেকে বিয়ে, সন্তান জন্মের পরও তাঁদের নিয়ে চর্চা-সমালোচনা থামেনি। তবে এইসব কিছুকে খুব একটা পাত্তা দিতে নারাজ তৃণমূল বিধায়ক কাঞ্চন ও তাঁর স্ত্রী শ্রীময়ী। গত বছর দীপাবলির পর পরই কাঞ্চন-শ্রীময়ীর জীবনে এসেছে তাঁদের প্রথম সন্তান কৃষভি। তবে সম্প্রতি এই তারকা দম্পতি ধর্ম-কর্মে মন দিয়েছেন। দুজনেই ঈশ্বরে বিশ্বাসী। বাড়িতে পুজো-আচ্চা প্রায়দিনই হয়ে থাকে। আর তারই মাঝে মা কালীর পুজো দিতে দেখা গেল কাঞ্চন-শ্রীময়ীকে। 

পৌষের শেষ শনিবার হাড়কাঁপানো শীতে তারাপীঠে গিয়ে পুজো দিয়ে এলেন টলিপাড়ার এই তারকা দম্পতি। জানা গিয়েছে, বীরভূমে এক সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন কাঞ্চন মল্লিক। আর শ্যুটিং শেষ হতেই শ্রীময়ীও পৌঁছে যান সেখানে। এরপর দুজনে মিলে তারাপীঠে মা কালীকে পঞ্চব্যাঞ্জন সাজিয়ে ভোগ দিয়ে পুজো দিলেন কাঞ্চন-শ্রীময়ী। কাঞ্চনের পরনে লাল পাঞ্জাবী। সাদা সালোয়ারে সেজেছিলেন শ্রীময়ী। দম্পতির কপালে সিঁদুরে তিলক। হাতে ভোগের থালা নিয়ে ক্যামেরায় পোজ দিলেন কাঞ্চন-শ্রীময়ী। 

মায়ের ভোগে ছিল হলুদ পোলাও, মাছের মুড়ো, পাঁচ ধরনের ভাজা, তরকারি, মাছ, পায়েস। ভোগ দিয়ে পুজো দেওয়ার পর সেই ভোগ খান কাঞ্চন-শ্রীময়ী।  শনিবার তারাপীঠের পাশাপাশি একাধিক মন্দিরে পুজো দিয়েছেন দম্পতি। কখনও নলহাটিশ্বর মন্দিরে মায়ের পায়ে ফুল অর্পণ করতে দেখা গেল তাঁদের, আবার কখনও বা কঙ্কালীতলাতেও পুজো দিয়েছেন বলে জানা গেল। শনিবার তারা মায়ের ভোগের আয়োজন করেছিলেন তাঁরাই। শ্রীময়ী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে পৌষ মাসের শেষ শনিবার ছিল তাই সুযোগ পেয়েই তারাপীঠে ছুটে যান অভিনেত্রী। 

তবে কোনও বিশেষ মনোবাঞ্ছা পূরণের জন্য তারাপীঠে জাননি। বরং মা কালীর আশীর্বাদ নিতেই তারাপীঠ দর্শন কাঞ্চন-শ্রীময়ীর। রবিবার দিনে শান্তিনিকেতনে কিছুটা সময় কাটিয়ে রাতে কলকাতায় ফিরবেন কাঞ্চন-শ্রীময়ী। প্রসঙ্গত, শ্রীময়ী কাঞ্চনের বাড়ির কালীপুজোর যাবতীয় দায়িত্ব বিয়ের আগে থেকেই দক্ষতার সঙ্গেই পালন করে এসেছেন। গত বছর কাঞ্চনের বাড়ির কালীপুজোতেও প্রেগন্যান্ট অবস্থাতেই সব দায়িত্ব সামলেছেন শ্রীময়ী। এর আগে কাঞ্চন-শ্রীময়ীকে কলকাতার শ্যামসুন্দরী মায়ের মন্দিরেও পুজো দিতে দেখা গিয়েছে।  

Advertisement

  

   

Read more!
Advertisement
Advertisement