Advertisement

Mimi Chakraborty: স্টান্ট করতে গিয়ে পা কেটে রক্তারক্তি, 'রক্তবীজ ২'-র সেটে কী কাণ্ড ঘটালেন মিমি?

Mimi Chakraborty: মিমি-আবির জুটি আবার ফিরছেন এই বছরের পুজোতেই। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের রক্তবীজ ২-এ আবির ও মিমি থাকবেন এই কথা আগেই জানা ছিল। তবে এই ছবিতে অঙ্কুশকেও দেখা যাবে, শুধু তাই নয় নুসরত জাহানকেও দেখা যাবে। অর্থাৎ এই সিনেমায় রিইউনিয়ন হবে বোনুয়াদের।

মিমি চক্রবর্তীমিমি চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2025,
  • अपडेटेड 4:41 PM IST
  • মিমি-আবির জুটি আবার ফিরছেন এই বছরের পুজোতেই।

মিমি-আবির জুটি আবার ফিরছেন এই বছরের পুজোতেই। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের রক্তবীজ ২-এ আবির ও মিমি থাকবেন এই কথা আগেই জানা ছিল। তবে এই ছবিতে অঙ্কুশকেও দেখা যাবে, শুধু তাই নয় নুসরত জাহানকেও দেখা যাবে। অর্থাৎ এই সিনেমায় রিইউনিয়ন হবে বোনুয়াদের। সম্প্রতি রক্তবীজ ২-এর শ্যুটিং শেষ হল। আর শ্য়ুটিংয়ের বেশ কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন মিমি। তারই সঙ্গে ক্যাপশনে মিমি লিখেছেন, খুব তাড়াতাড়ি ফিরছেন সংযুক্তা মিত্র। 

মিমির শেয়ার করা ছবিতে আবির, অঙ্কুশ, কাঞ্চন, শিবপ্রসাদকে দেখা গিয়েছে। আর শ্যুটিং শেষ হতেই মিমি মনখারাপ শুরু। আসলে শ্যুটিংয়ের সময় আড্ডা, খুনসুটি, একসঙ্গে খাওয়া-দাওয়া সবটাই হয়েছে। আর আবিরের চেয়ে বেশি অঙ্কুশের সঙ্গেই মিমির খুনসুটি বেশি চলে এটা সকলেই জানেন। মিমির শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, তপ্ত গরমের সময় শ্যুটিং। তাই সাদা রপমাল দিয়ে মুখোশ বানিয়ে আবির-মিমি মুখ ঢেকেছে। চোখেও সানগ্লাস। মিমি আবার দুহাতে ভিক্ট্রি দেখাচ্ছেন আর আবিরের মুখ অন্যদিকে। 

আবার কখনও মিমি, আবির ও অঙ্কুশ মিলে সেলফি তুলেছেন। কখনও বা মিরর সেলফিতে মিমি আর পিছনে বসে নায়িকাকে দেখছেন দুই অভিনেতা। জানা গিয়েছে, আবিরের চেয়েও বেশি খুনসুটি করতেন ফ্লোরে মিমি ও অঙ্কুশ। রীতিমতো স্কুলের পড়ুয়াদের মতো খুনসুটি, দুষ্টুমি করতেন তাঁরা। মিমি ও আবিরের অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের ছবিও শেয়ার করেছেন মিমি। যেখানে আবিরের শার্ট রক্তে ভেসে যাচ্ছে। মিমি এ বারেও নিজের স্টান্ট নিজেই করেছেন। আর এই স্টান্ট করতে গিয়ে পা কেটে যায় অভিনেত্রীর। যদিও তা নিয়ে না ভেবে পরের শটের জন্য প্রস্তুত হন মিমি। 

রক্তবীজ-এর মতো এবারও মিমিকে বাইক চালাতে দেখা যাবে। পুলিশ অফিসারের পোশাকেও দেখা গিয়েছে সংযুক্তাকে অর্থাৎ মিমিকে। রক্তবাজ ২-এ আবিরের পাশাপাশি অঙ্কুশের ভূমিকাও বেশ গুরুত্ব পাবে। নাচ থেকে মারপিট সবটাই করেছেন অভিনেতা। এই সিনেমায় থাকবে নুসরত জাহানের আইটেম ডান্স। অর্থাৎ এত বছর পর ফের একসঙ্গে বোনুয়ারা। এই ছবিতেও কৌশানী মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। প্রসঙ্গত, মার্চ মাসে শুরু হয়েছিল রক্তবীজ ২-এর শ্যুটিং। যা এপ্রিলে শেষ হল। এই বছরের দুর্গাপুজোতে মুক্তি পাবে রক্তবীজ ২।     

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement