Advertisement

Kanchan Mullick: নতুন বউ পেয়ে ছেলেকে ভুলে গেলেন কাঞ্চন? এবার কী করলেন অভিনেতা

Kanchan Mullick: স্বামী কাঞ্চনের সঙ্গে ডিভোর্স হয়েছে বেশ অনেকদিনই হল। অভিনেতা তথা তৃণমূল বিধায়ক নতুন করে সংসার পেতেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। আর কাঞ্চনের ছেলে ওশ মানুষ হচ্ছে বাবা ছাড়াই, মা পিঙ্কির কাছে।

কাঞ্চন-পুত্র ওশের জন্মদিন কাঞ্চন-পুত্র ওশের জন্মদিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Feb 2025,
  • अपडेटेड 3:20 PM IST
  • অভিনেতা তথা তৃণমূল বিধায়ক নতুন করে সংসার পেতেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে।

স্বামী কাঞ্চনের সঙ্গে ডিভোর্স হয়েছে বেশ অনেকদিনই হল। অভিনেতা তথা তৃণমূল বিধায়ক নতুন করে সংসার পেতেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। আর কাঞ্চনের ছেলে ওশ মানুষ হচ্ছে বাবা ছাড়াই, মা পিঙ্কির কাছে। শনিবার ৮ ফেব্রুয়ারি, ১১ বছরে পা দিল ওশ। আর ছেলেকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন কাঞ্চনের প্রাক্তন পত্নী।

গত এক বছরে ওশ দেখেছে তার মা-বাবার ডিভোর্স, বাবার তৃতীয় বিয়ে আর মায়ের তাকে একা মানুষ করা। যদিও ডিভোর্সের বেশ কিছু বছর আগে থেকেই ওশ তার বাবার থেকে আলাদাই থাকে। পিঙ্কি নিজেই জানিয়েছেন যে ছেলের সঙ্গে বাবার কোনও সম্পর্ক নেই। ছেলের জন্মদিনে তাঁর কিছু মিষ্টি ছবির ভিডিয়ো কোলাজ শেয়ার করে মনের ঝাঁপি উড়ার করেছেন সিঙ্গল মাদার পিঙ্কি। তিনি লেখেন, ‘আমার ভালোবাসা, তুই আমার আত্মা….শুভ জন্মদিন ওশ। তোর মতো মানুষকে জানতে পেরে আমি ধন্য’।

এক সংবাদমাধ্যমকে কাঞ্চন জানিয়েছেন যে ওশকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি কাঞ্চন। ওশ খুবই ভাল ছেলে বলে জানিয়েছেন অভিনেত্রী। ছেলের কোনও বায়না, অভাব-অভিযোগ নেই। বাবার কথা জানতেও চায় না ওশ। ছোট থেকেই পিঙ্কি তাঁর ছেলেকে এভাবেই বড় করে তুলেছেন। তবে পিঙ্কি জানিয়েছেন ওশ এখনও খাতায়-কলমে মল্লিক আর মনে-প্রাণে বন্দ্যোপাধ্যায়। ওশকে নিয়ে কাঞ্চন-পত্নী আগেও জানিয়েছিলেন যে তাঁর ছেলে খুবই ভাল। খুব অল্প বয়সে পরিণত হয়ে উঠেছে সে। ছেলের মুখের দিকে তাকালে কোনওভাবেই প্রাক্তনের কথা মনে পড়ে না পিঙ্কির। ওশের সঙ্গে কাঞ্চনের মুখের মিল নেই, জানান অভিনেত্রী। বরং ছেলে তাঁর শ্বশুরমশাই কার্তিক মল্লিকের প্রতিচ্ছবি।

ওশ ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র। বাড়িতে মুরগি পোষে, প্রকৃতির প্রতি তাঁর অগাধ প্রেম। পিঙ্কি জানিয়েছেন তাঁর ছেলে ড্রামা ক্লাসে যেতে ভালোবাসে। কারণ মা-বাবা দুজনেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত। কিছুদিন আগে সৎ ছেলে ওশকে নিয়ে বড় মন্তব্য করেছিলেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী। বলেছিলেন, ‘সন্তান-সময় ওশের জন্য আমার বাড়ির দরজা সবসময় খোলা’। পালটা জবাবে পিঙ্কি সাফ জানান, ওশ বাবাকে মিস করে না।

Advertisement

প্রসঙ্গত, কাঞ্চন ও পিঙ্কির দাম্পত্য় কলহের খবর সামনে এসেছিল ২০২১ সালে। স্বামীর বিরুদ্ধে পরকীয়ায় জড়ানোর অভিযোগ আনেন পিঙ্কি, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন শ্রীময়ী। প্রকাশ্যে কাদা ছোড়াছোড়ি কম হয়নি সেই সময়। তখন অবশ্য কাঞ্চন দাবি করেছিলেন যে ৯ বছরের দাম্পত্যে মাত্র ২০ দিন একসঙ্গে থেকেছেন তাঁরা।   

 

Read more!
Advertisement
Advertisement