Advertisement

Radhika Apte: স্তনে ধরা ব্রেস্ট পাম্প অন্য হাতে শ্যাম্পেন, BAFTA-র শৌচাগার থেকে ছবি দিয়ে কী বললেন রাধিকা?

Radhika Apte: চেনা গণ্ডি থেকে বেরিয়ে বরাবরই নতুন কিছু করতে আগ্রহী থাকেন অভিনেত্রী রাধিকা আপ্তে। পেশাগত থেকে ব্যক্তিগত সবেতেই তাঁর ছকভাঙা নজির সকলের নজরে এসেছে। সদ্য সদ্য মা হয়েছেন অভিনেত্রী। কিন্তু মাতৃত্ব মানেই যে সেটা খুব সুখকর তা মোটেও মনে করেন না রাধিকা। বরং উল্টো অনুভূতির কথা শুনিয়েছেন অভিনেত্রী।

রাধিকা আপ্তেরাধিকা আপ্তে
Aajtak Bangla
  • মুম্বই,
  • 18 Feb 2025,
  • अपडेटेड 3:55 PM IST
  • চেনা গণ্ডি থেকে বেরিয়ে বরাবরই নতুন কিছু করতে আগ্রহী থাকেন অভিনেত্রী রাধিকা আপ্তে।

চেনা গণ্ডি থেকে বেরিয়ে বরাবরই নতুন কিছু করতে আগ্রহী থাকেন অভিনেত্রী রাধিকা আপ্তে। পেশাগত থেকে ব্যক্তিগত সবেতেই তাঁর ছকভাঙা নজির সকলের নজরে এসেছে। সদ্য সদ্য মা হয়েছেন অভিনেত্রী। কিন্তু মাতৃত্ব মানেই যে সেটা খুব সুখকর তা মোটেও মনে করেন না রাধিকা। বরং উল্টো অনুভূতির কথা শুনিয়েছেন অভিনেত্রী। ব্রিটিশ ফিল্ম অ্যাকাডেমি ফিল্ম আওয়ার্ড তথা বাফটা-র রেড কার্পেটে হাঁটবেন রাধিকা। আর তার আগে মঙ্গলবার সকালে বাফটা-এর পিছনে থাকা তাঁর জীবনের বাস্তব চিত্রকে সকলের সামনে তুলে ধরলেন। ছবিতে দেখা যাচ্ছে শৌচালয়ে দাঁড়িয়ে রাধিকা, স্তনে ধরা রয়েছে দুগ্ধ নিষ্কাশনের যন্ত্র আর অন্য হাতে ধরা মদ। প্রসঙ্গত, রাধিকা ও তাঁর স্বামী বেনেডিক্ট টেলর তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানান গত বছরের ডিসেম্বরে। 

এই মুহূর্তে সন্তান ২ মাসের, মাতৃদুগ্ধই তার প্রধান খাদ্য। তবে মা হওয়া মানেই নিজের ইচ্ছের বিসর্জন দেওয়া সেটা মনে করেন না রাধিকা। প্রথম বার বাফতা অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন। এ বার মা হওয়ার পর অনুষ্ঠানে লাল গালিচায় হাঁটার আগে প্রস্তুতিপর্বে এখন সাজগোজের সঙ্গে যুক্ত হয়েছে আর একটি কাজ। সেটাই এই ছবিতে বোঝাতে চেয়েছেন। আর রাধিকা তাঁকে প্রতিটা মুহূর্ত সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন সহযোগীকে। রাধিকার কথায়, 'ধন্যবাদ নাতাশাকে দুধ নিষ্কাশনে সহযোগিতা করার জন্য নয় বরং শৌচালয়ে শ্যাম্পেনটা এনে দেওয়ার জন্য।' 'স্যাক্রেড গেমস' অভিনেত্রী এরপর আরও বলেন, 'আসলে মায়ের দায়িত্ব ও কর্মজীবন একসঙ্গে চালিয়ে যাওয়া কাজটা সহজ নয়। এই স্তরের যত্ন এবং সংবেদনশীলতা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিরল এবং অনেক প্রশংসিত।' 

২০১১ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ-ইন শুরু করেন রাধিকা। তার পরের বছরই জানা যায় যে তাঁরা আইনি বিয়ে সেরে ফেলেছেন। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হয়েছেন রাধিকা। কিন্তু সন্তান নিয়ে তাঁদের কোনও পরিকল্পনাই ছিল না বলে জানিয়েছেন তিনি। সেই সময় নানা শারীরিক কষ্টের মধ্যে দিয়েও যেতে হয়েছে তাঁকে। কিন্তু তা নিয়েই কাজ করে গিয়েছেন রাধিকা। ভৌতিক কমেডি ছবি সিস্টার মিডনাইট মনোনীত হয়েছে বাফটাতে আর সেই কারণেই রাধিকা যোগ দিয়েছেন ২০২৫-এর বাফটার রেড কার্পেটে। এর আগেও রাধিকা সন্তানকে স্তন্যপান করাতে করাতে ল্যাপটপে কাজ করার ছবি পোস্ট করেছিলেন। 

Advertisement

বলিউডের একাধিক ছবি ও ওয়েব সিরিজে কাজ করেছেন রাধিকা আপ্তে। শেষবার 'মেরি ক্রিসমাস' সিনেমায় দেখা গিয়েছিল রাধিকাকে। দর্শকেরা অপেক্ষায় রয়েছেন অভিনেত্রীকে আরও অনেক ছবিতে দেখার জন্য। গোটা ভারতবর্ষ জুড়ে রাধিকার অনুরাগী রয়েছেন।   

Read more!
Advertisement
Advertisement