Advertisement

Ritabhari Chakraborty: লাল বিকিনিতে লাস্যময়ী ঋতাভরী, নায়িকাকে সঙ্গ দিলেন কে?

Ritabhari Chakraborty: টলিপাড়ার বং ক্রাশ হিসাবে পরিচিত ঋতাভরী চক্রবর্তী। তাঁর বোল্ড ও লাস্যময়ী ভঙ্গিমা সর্বদাই তাঁর ভক্ত-অনুরাগীদের কাবু করে রাখে। এই নায়িকার প্রেমে পাগল বহু পুরুষই। লাল সুইম পোশাকে পুলে জলকেলিতে মগ্ন নায়িকা।

ঋতাভরী চক্রবর্তীঋতাভরী চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Aug 2025,
  • अपडेटेड 6:38 PM IST
  • টলিপাড়ার বং ক্রাশ হিসাবে পরিচিত ঋতাভরী চক্রবর্তী।

টলিপাড়ার বং ক্রাশ হিসাবে পরিচিত ঋতাভরী চক্রবর্তী। তাঁর বোল্ড ও লাস্যময়ী ভঙ্গিমা সর্বদাই তাঁর ভক্ত-অনুরাগীদের কাবু করে রাখে। এই নায়িকার প্রেমে পাগল বহু পুরুষই। লাল সুইম পোশাকে পুলে জলকেলিতে মগ্ন নায়িকা। তবে তিনি একা নন। ঋতাভরীকে সঙ্গ দিলেন তাঁর দিদি চিত্রাঙ্গদা। দুই বোনের জলকেলির ভিডিও সোশ্যাল মিডিয়ার পারদ চড়াচ্ছে। 

সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন ঋতাভরী। যেখানে তাঁকে ও অভিনেত্রী চিত্রাঙ্গদাকে পুলের জলে দেখা গেল। কোনও হোটেল বা রিসর্টের প্রাইভেট পুলে দুই অভিনেত্রীর চলছে জলকেলি। ঋতাভরী ও চিত্রাঙ্গদা দুজনেই লাল রঙের সুইম স্যুট পরেছেন। ঋতাভরীর বক্ষ বিভাজিকা স্পষ্ট। বহুরূপী নায়িকা ছবি তুলতে ব্যস্ত থাকলেও দিদি চিত্রাঙ্গদা সাঁতার কাটতে মগ্ন। দুই অভিনেত্রীর পুলে জলকেলির ভিডিও নেটপাড়ায় উষ্ণতা ছড়াচ্ছে। তবে এই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে ঋতাভরী ক্যাপশনে ট্রোলারদেরও একহাত নিলেন। নায়িকা লিখলেন, ‘তুমি কী বললে তাতে আমার আর কিছু যায় আসে না, কারণ এটা আমার জীবন।’

ঋতাভরী ও চিত্রাঙ্গদা দুজনেই অভিনয় পেশার সঙ্গে যুক্ত। তবে চিত্রাঙ্গদাকে খুব একটা বড়পর্দায় দেখা যায় না। বিয়ের পর নিজের মতো করে জীবন কাটাচ্ছেন তিনি। ওদিকে বোন একের পর এক বাংলা ছবিতে অভিনয় করে চলেছেন। ললিতা হিসেবেই অভিনয় কেরিয়ার শুরু ঋতাভরীর। ওগো বধূ সুন্দরী দিয়ে এখনও দর্শক মনে রাজত্ব করছেন শতরূপা সান্যাল-কন্যা। এরপর অবশ্য আর ছোট পর্দাতে কাজ করেননি। বড় পর্দাতে একাধিক সিনেমায় কাজ করেন। শ্রীমতী ভয়ংকরী, ব্রহ্মা জানেন গোপন কম্মটি-র মতো সিনেমা রয়েছে ঋতাভরীর ঝুলিতে।

ঋতাভরী ও চিত্রাঙ্গদা দুজনেই বাংলা ও হিন্দি এই দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন। শতরূপা সান্যালের দুই মেয়েই অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। ব্যক্তিগত জীবনেও এই দুই নায়িকা খুবই সাহসী। প্রেমিক সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করেছেন চিত্রাঙ্গদা। বাঙালি রীতিতেই বিয়ে করেন চিত্রাঙ্গদা। বিয়ের পর মুম্বই থাকেন সম্বিত ও চিত্রাঙ্গদা। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন ঋতাভরীও। ইতিমধ্যেই প্রেমিত সুমিক অরোরার সঙ্গে বাগদান সেরে ফেলেছেন নায়িকা।

Advertisement

Read more!
Advertisement
Advertisement