Advertisement

Rukmini Maitra: দেব ব্যস্ত কাজ নিয়ে, কার সঙ্গে রাত জাগছেন রুক্মিণী?

Rukmini Maitra: দিওয়ালি ও কালীপুজো উপলক্ষ্যে কলকাতাতেই এসেছিলেন রুক্মিণী মৈত্র। কালীপুজোর রাতে দেবের সঙ্গে সব মান-অভিমান মিটিয়ে তাঁকে বাজি ফাটাতেও দেখা যায়। মাঝে শোনা যাচ্ছিল যে দেব-রুক্মিণীর মধ্যে দুরত্বের সৃষ্টি হয়েছে।

দেব-রুক্মিণী মৈত্রদেব-রুক্মিণী মৈত্র
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Oct 2025,
  • अपडेटेड 5:02 PM IST
  • দিওয়ালি ও কালীপুজো উপলক্ষ্যে কলকাতাতেই এসেছিলেন রুক্মিণী মৈত্র।

দিওয়ালি ও কালীপুজো উপলক্ষ্যে কলকাতাতেই এসেছিলেন রুক্মিণী মৈত্র। কালীপুজোর রাতে দেবের সঙ্গে সব মান-অভিমান মিটিয়ে তাঁকে বাজি ফাটাতেও দেখা যায়। মাঝে শোনা যাচ্ছিল যে দেব-রুক্মিণীর মধ্যে দুরত্বের সৃষ্টি হয়েছে। কিন্তু কালীপুজোর রাতে তাঁদের একসঙ্গে দেখে খুশি ভক্ত-অনুরাগীরাও। যদিও কাজের ব্যস্ততার জেরে দেব একেবারেই সময় দিতে পারছেন না তাঁর প্রেয়সীকে। আর এরই মাঝে রুক্মিণী জানালেন কার সঙ্গে তিনি রাত জাগছেন।

কলকাতায় একদিনের সফর সেরে রুক্মিণী তাঁর আদরের প্রিয় ভাইঝি আমাইরার কাছে দিল্লি চলে এসেছেন। এখানেই ভাইঝির জন্মদিন সেলিব্রেট করে তিনি মুম্বইতে চলে যাবেন। ইতিমধ্যেই রুক্মিণী তাঁর সোশ্যাল মিডিয়ায় রিলস ও স্টোরি শেয়ার করেছেন, যা দেখে বোঝাই যাচ্ছে তিনি এখন দিল্লিতে আছেন। আমাইরাও বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। নিজের পেজও রয়েছে নায়িকার দাদার মেয়ে। আমাইরা টলিপাড়ায় বেশ জনপ্রিয়। রুক্মিণী যে ভাইঝি অন্তপ্রাণ, সেটা অজানা নয়। নানা সময়েই ভাইঝিকে নিয়ে কথা বলেন তিনি। তা ছাড়া দেবের সঙ্গেও আমাইরার দারুণ সম্পর্ক। দেব এবং আমাইরা খুনসুটির ভিডিয়ো রুক্মিণী নিজেই বহুবার পোস্ট করেছেন। 

দীর্ঘ ৬ মাস পরে ভাইঝির সঙ্গে দেখা করলেন রুক্মিণী। তাই রাত জেগে আমাইরার সঙ্গে চলল খুনসুটি, আদর ও একসঙ্গে রিরস তৈরি। রুক্মিণীকে দেখা গেল প্রিন্টেড নাইট ড্রেসে, একেবারে নো মেকআপ লুকে। সারারাত না ঘুমিয়ে পিসি-ভাইঝির দুষ্টুমি চলল। অভিনেত্রীর পোস্টে একজন কমেন্ট করেছেন, 'আমাইরা তো অনেক বড় হয়ে গিয়েছে!' রুক্মিণী জবাবে লেখেন, '৬ মাস আগে আমাইরাকে দেখেছিলাম। আর এখন দেখছি। তার মধ্যেই অনেকটা বড় হয়ে গিয়েছে।'

এর আগে দেবের সঙ্গে আমাইরার একাধিক ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমাইরাকেও খুব ভালোবাসেন দেব। কালীপুজো উপলক্ষ্যে কলকাতায় এসে রুক্মিণী জানিয়েছেন তাঁকে কেন সম্প্রতি দেবের সঙ্গে দেখা যাচ্ছে না। এক সংবাদমাধ্যমকে রুক্মিণী হাসিমুখে এই প্রশ্নের জবাব দিলেন, আমি জানি প্রশ্ন উঠছে। আমি কলকাতায় ছিলাম না, শ্যুটিংয়ের জন্য মুম্বইতে ছিলাম। কালীপুজোর দিনই তিনি কলকাতায় আসেন। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement