Advertisement

Kanchan-Sreemoyee: কাঞ্চনের ঠোঁটে শ্রীময়ীর উষ্ণ চুমু, বিয়ের এক বছর পর দ্বিতীয় ফুলশয্যা হল নাকি?

Kanchan-Sreemoyee: গত বছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-এর দিনই আইনি বিয়ে সেরেছিলেন তৃণমূলের বিধায়ক তথা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। আর এক বছরের মাথাতেই তাঁদের কোলে এসেছে কৃষভি। দেখতে দেখতে বিয়ের ১ বছর পার করে ফেললেন কাঞ্চন-শ্রীময়ী।

কাঞ্চন-শ্রীময়ীকাঞ্চন-শ্রীময়ী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Feb 2025,
  • अपडेटेड 12:47 PM IST
  • গত বছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-এর দিনই আইনি বিয়ে সেরেছিলেন তৃণমূলের বিধায়ক তথা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ।

গত বছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-এর দিনই আইনি বিয়ে সেরেছিলেন তৃণমূলের বিধায়ক তথা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। আর এক বছরের মাথাতেই তাঁদের কোলে এসেছে কৃষভি। দেখতে দেখতে বিয়ের ১ বছর পার করে ফেললেন কাঞ্চন-শ্রীময়ী। আর এই বিশেষ দিনটা খুব স্পেশাল ভাবে সেলিব্রেট করলেন এই তারকা দম্পতি। কেক, ফুল দিয়ে সাজানো খাট আর কাঞ্চনের ঠোঁটে শ্রীময়ীর উষ্ণ চুমু, সব মিলিয়ে জমে উঠেছিল তাঁদের বিয়ের প্রথম বিবাহবার্ষিকী। 

সোশ্যীল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ শ্রীময়ী। নিজেদের অন্তরঙ্গ কিছু মুহূর্ত এর আগেও তুলে ধরেছেন কৃষভির মা-বাবা। আর এবারেও তার ব্যতিক্রম হল না। এদিন শ্রীময়ীর পরনে ছিল লাল রঙের বড়ি হাগিং পোশাক, গলায় বড় মুক্তোর হার সঙ্গে মানানসই মেকআপ। আর কাঞ্চন পরেছিলেন কালো রঙের কোট ও প্যান্ট আর সাদা শার্ট। বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের প্রথম বছর পালন করলেন তাঁরা। কেক কাটিং, একে-অপরকে কেক খাওয়ানো তো ছিল। তবে বিয়ের এক বছর বলে কথা নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। ৫৪ বছরের কাঞ্চনের ঠোঁটে ঠোঁট রাখলেন শ্রীময়ী। তাঁদের উষ্ণ আলিঙ্গনের সাক্ষী থাকলেন সবাই। 

একেবারে খোলামেলা প্রেম সারলেন তারকা দম্পতি। শ্রীময়ীর ইনস্টাগ্রাম স্ট্যাটাসেই দেখা গেল যে সাদা বিছানা, আলো ও লাল রঙের গোলাপের পাপড়ি দিয়ে সাজানো। দ্বিতীয়বার ফুলশয্যা যে হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি কাউকে ঘুণাক্ষরে জানতে না দিয়েই, আইনি বিয়ে করে নেন কাঞ্চন ও শ্রীময়ী। প্রথমে যদিও অভিনেত্রীর জবাব ছিল, সবটাই নাকি সারপ্রাইজ ছিল কাঞ্চনের তরফে। যদিও পরে জানা যায়, আসলেই ভালোবাসার দিবসে বিয়ের ইচ্ছে ছিল শ্রীময়ীর। তাই প্রেমিকার সেই ইচ্ছের দাম দিয়ে তাঁকে নিজের বউ বানান কাঞ্চন মল্লিক সেই বিশেষ দিনে। 

এর একমাস পরই অর্থাৎ মার্চ মাসেই সামাজিকভাবে বিয়ে সারেন কাঞ্চন ও শ্রীময়ী। সেই সময়ই গর্ভবতী ছিলেন শ্রীময়ী, যে খবর জানতে পারেন তারা দোলের দিন। আইনি বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় জন্ম নেয় দম্পতির প্রথম সন্তানের। কাঞ্চন-শ্রীময়ীর প্রেম থেকে দাম্পত্য জীবন পুরোটাই সমালোচনায় ভরা। একাধিকবার ট্রোলের মুখে পড়েছেন তাঁরা। কিন্তু এইসব ট্রোলকে খুব একটা পাত্তা দেননি কোনওদিনই। কখনও চুপ থেকেছেন আবার কখনও বা মুখ খুলেছেন। তবে কাঞ্চন-শ্রীময়ীর এখন সুখের সংসার। ছোট্ট কৃষভিকে নিয়ে দারুণ সময় কাটছে তাঁদের।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement