Advertisement

Ushasi Ray: কাঁধ থেকে খসে পড়ছে সোয়েটার, খোলা পিঠে পারদ চড়াচ্ছেন পর্দার 'শুভ'

টলিউডের চেনা মুখ ঊষসী রায়। যাঁকে এখন দেখা যাচ্ছে গৃহপ্রবেশ সিরিয়ালে। বেশ কয়েক বছর পর ছোটপর্দায় কামব্যাক করেছেন অভিনেত্রী। মাঝে মধ্যেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয়।

ঊষসী রায়ঊষসী রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Dec 2025,
  • अपडेटेड 2:31 PM IST
  • টলিউডের চেনা মুখ ঊষসী রায়।

টলিউডের চেনা মুখ ঊষসী রায়। যাঁকে এখন দেখা যাচ্ছে গৃহপ্রবেশ সিরিয়ালে। বেশ কয়েক বছর পর ছোটপর্দায় কামব্যাক করেছেন অভিনেত্রী। মাঝে মধ্যেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয়। তবে এইসব গুঞ্জনকে ডোন্ট কেয়ার করেই এগিয়ে যান ঊষসী। মাঝে মাঝেই অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে নিজের বোল্ড অবতারের ছবি পোস্ট করে থাকেন। আর নায়িকাকে দেখে রীতিমতো ভিরমি খাচ্ছে নেটপাড়ার লোকেরা। 

গৃহপ্রবেশ সিরিয়ালে ঊষসীকে শুভলক্ষ্মী চরিত্রে দেখা যাচ্ছে। সেখানে তাঁর সাদামাটা লুকসই দর্শকদের বেশ পছন্দ। তবে সেই লুকস থেকে বেরিয়ে ঊষসী ধরা দিলেন একেবারে সিজলিং অবতারে। পর্দার 'শুভ'কে দেখে এই শীতেও আপনি ঘামতে পারেন। ঊষসী যে ছবিগুলো পোস্ট করেছেন তাতে দেখা গিয়েছে, অভিনেত্রী ধূসর রঙের উলের পোশাক পরে রয়েছেন। তবে সেই পোশাকেও উষ্ণতার পারদ চড়ছে নেটপাড়ায়। কাঁধ থেকে খসে পড়েছে সোয়েটার, যেখানে অভিনেত্রীর খোলা পিঠ দেখা যাচ্ছে। 

ঊষসীর এই ছবি নেট দুনিয়ায় উষ্ণতার পারদ চড়াচ্ছে রীতিমতো। তাঁর কিলার লুকস দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। এই কনকনে শীতেও আপনাকে ঘামতে বাধ্য করবে অভিনেত্রীর এই বোল্ড লুকস। এর আগেও তাঁকে কালো রঙের ব্রালেট ও প্যান্টে নেটপাড়ায় আগুন ধরাতে দেখা গিয়েছিল। ঊষসীর থেকে চোখ ফেরাতে পারবেন না। শুভলক্ষ্মীর অবতার থেকে বেরিয়ে ঊষসীর এই লুকসে কুপোকাৎ নেটপাড়া। প্রায় ৪ বছর পর সিরিয়ালে ফিরেছেন অভিনেত্রী। আর শুভলক্ষ্মী চরিত্রে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। 

এই সিরিয়াল করতে গিয়েই অনস্ক্রিন হিরো সুস্মিতের সঙ্গে প্রেমচর্চার গুঞ্জন শুরু হয়েছে ঊষসীর। দুজনেই নাকি ঘুরতে গিয়েছেন একসঙ্গে। যদিও এইসব গুঞ্জনে পাত্তা দিতে নারাজ ঊষসী। তিনি ও সুস্মিত দুজনেই জানিয়েছেন তাঁরা কোনও সম্পর্কে নেই। সুস্মিত ও ঊষসীর আলাপ এই সিরিয়াল করতে গিয়েই। আর সেখান থেকেই তাঁদের প্রেমচর্চার শুরু। তাঁদের একসঙ্গে একাধিক জায়গায় দেখাও যাচ্ছে তাঁদের।    
 
  

Advertisement

Read more!
Advertisement
Advertisement