Advertisement

Arijit Singh: মায়ের সঙ্গে বাবার গান শুনছে গায়কের বড় ছেলে, কত বড় হল অরিজিৎ-পুত্র? VIDEO

তাঁর কনসার্ট শোনার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। লাইভ শো চললে, তা ছেড়ে যেতে পারেন না শ্রোতারা। আট থেকে আশি সব বয়সের মানুষদের নিজের কন্ঠের জাদুতে মুগ্ধ করে রেখেছেন অরিজিৎ সিং। বলিউড থেকে টলিউড তাঁর ঝুলিতে হিট গানের সংখ্যাটি নেহাত কম নয়। এত বড় গায়ক হওয়া সত্ত্বেও তিনি একেবারে মাটির মানুষ।

কত বড় হল অরিজিতের ছেলে?কত বড় হল অরিজিতের ছেলে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Dec 2025,
  • अपडेटेड 3:26 PM IST
  • ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, জিয়াগঞ্জে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইছেন অরিজিৎ।

তাঁর কনসার্ট শোনার জন্য দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। লাইভ শো চললে, তা ছেড়ে যেতে পারেন না শ্রোতারা। আট থেকে আশি সব বয়সের মানুষদের নিজের কন্ঠের জাদুতে মুগ্ধ করে রেখেছেন অরিজিৎ সিং। বলিউড থেকে টলিউড তাঁর ঝুলিতে হিট গানের সংখ্যাটি নেহাত কম নয়। এত বড় গায়ক হওয়া সত্ত্বেও তিনি একেবারে মাটির মানুষ। জিয়াগঞ্জে নিজের বাড়িতে একেবারে সাদামাটা জীবন যাপন করেন তিনি। লাইমলাইট থেকে দূরেই থাকতে পছন্দ করেন অরিজিৎ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মঞ্চে অরিজিৎ গান করছেন আর তা মুগ্ধ হয়ে শুনছেন স্ত্রী কোয়েল ও অরিজিতের বড় ছেলে। গায়কের ফ্যানপেজ থেকে এই ভিডিও রীতিমতো ভাইরাল। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, জিয়াগঞ্জে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইছেন অরিজিৎ। তিনি পরে আছেন সাদা রঙের পাঞ্জাবি, মাথায় সাদা রঙের পাগড়ি। গিটার নিয়ে গান করছেন অরিজিৎ। স্টেজের একপাশে দাঁড়িয়ে বরের গান একমনে শুনছেন স্ত্রী কোয়েল। পাশে দেখা গেল অরিজিতের বড় ছেলেকেও। ছেলেও পরে রয়েছে সাদা রঙের পাঞ্জাবি ও পায়জামা। অরিজিতের বড় ছেলে অনেকটাই বড় হয়ে গিয়েছে। নিজের ব্যক্তিগত জীবনকে প্রকাশ্যে নিয়ে আসেন না অরিজিৎ। 

কোয়েলের সঙ্গে তারাপীঠে বিয়ে করেন অরিজিৎ। কোয়েলের এটা দ্বিতীয় বিয়ে। তাঁর ছেলেও রয়েছে। সেই সন্তানকে নিয়েই অরিজিতের সঙ্গে থাকেন। কোয়েল ও অরিজিতেরও একটি ছেলে হয়েছে। আর দুই সন্তানকেই পিতৃ পরিচয় দিয়েছেন গায়ক। হামেশাই দেখা যায় কোয়েল আর দুই ছেলেকে নিয়ে ঘুরতে যাচ্ছেন। সন্তানদের ভর্তি করেছেন জিয়াগঞ্জেরই এক স্কুলে। তবে অরিজিতের বড় ছেলে ঠিক কতটা বড় হল, এতদিন জানা যায়নি। তবে এই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে কোয়েল ও অরিজিতের বড় ছেলে বেশ লম্বা হয়েছে। ১৪-১৫ বছর বয়স হয়েছে বলেই মনে হল। 

টলিউড হোক কিংবা বলিউড, অরিজিতের ঝুলিতে হিট গানের সংখ্যা অসংখ্য। কিন্তু তাও অরিজিৎ নিজের শিকড়কে ভোলেননি। রাস্তায় এখনও স্কুটি নিয়ে বাজার করেন, ছেলেদের স্কুলে নিয়ে যান। একেবারে সাদামাটা পোশাকে ঘুরে বেড়ান রাস্তায়। আর পাঁচটা তারকার মতো কোনো বডিগার্ডরা ঘিরে থাকে না তাঁকে।       

Advertisement

Read more!
Advertisement
Advertisement