Advertisement

Arijit Singh: অরিজিত্‍ সিং-ভক্তদের জন্য দুঃসংবাদ, ইকোপার্ক কনসার্ট বাতিলের সম্ভাবনা

সেখানে বক্তব্য রাখতে উঠে দর্শকদের অনুরোধে প্রথমে ‘বোঝেনা সে বোঝেনা’র জনপ্রিয় টাইটেল ট্র্যাক গেয়ে শোনান অরিজিৎ। তারপরেই মঞ্চে উপস্থিত শাহরুখ খানকে সম্মান জানাতে তার সিনেমার ‘ গেরুয়া’ গান গেয়ে ওঠেন অরিজিৎ। ভরা মঞ্চে মুখ্যমন্ত্রীর সামনে গেরুয়া গান গাওয়ায় অরিজিৎ সিং-কে নিয়ে মজার মিম শুরু হয়।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Dec 2022,
  • अपडेटेड 4:28 PM IST
  • ইকো পার্কে আদৌ অরিজিৎ সিংয়ের (Arijit Singh) লাইভ শো হবে ?
  • ই প্রশ্ন এখন অনুরাগী মহলে।

ইকো পার্কে আদৌ অরিজিৎ সিংয়ের (Arijit Singh) লাইভ শো হবে ? এই প্রশ্ন এখন অনুরাগী মহলে। অরিজিতের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, ইকো পার্কে (Eco Park) শিল্পীর লাইভ শো করার বুকিং মানি ফেরত দিয়েছে কর্তৃপক্ষ। অনুমতি মিলছে না। তাই এখন অন্য জায়গা খুঁজছেন লাইভ শো উদ্যোক্তারা। তবে বিষয়টিতে বিজেপির দাবি, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে 'রং দে তু মোহে গেরুয়া' গেয়েছেন বলেই অরিজিত্‍ সিংয়ের শো বাতিল করা হচ্ছে। যদিও তৃণমূলের ও রাজ্য সরকারের তরফে এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।  

গত ১৫ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে হাজির হয়েছিলেন অরিজিৎ সিং। সেখানে বক্তব্য রাখতে উঠে দর্শকদের অনুরোধে প্রথমে ‘বোঝে না সে বোঝে না’র জনপ্রিয় টাইটেল ট্র্যাক গেয়ে শোনান অরিজিৎ। তারপরেই মঞ্চে উপস্থিত শাহরুখ খানকে সম্মান জানাতে তার সিনেমার ‘গেরুয়া’ গান গেয়ে ওঠেন অরিজিৎ। ভরা মঞ্চে মুখ্যমন্ত্রীর সামনে গেরুয়া গান গাওয়ায়  অরিজিৎ সিং-কে নিয়ে মজার মিম শুরু হয়।

বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁয়ের ট্যুইট

 

আরও পড়ুন

বিষয়টিতে বিজেপির ইন্দ্রনীল খাঁ টুইট করেছেন। তাঁর প্রশ্ন, কেন ইকো পার্কে অরিজিৎ সিংয়ের শো বাতিল সরকারি সংস্থা হিডকো। চলচ্চিত্র উৎসবে গেরুয়া গাওয়ার ফল। অসহিষ্ণুতা নতুন উচ্চতায় পৌঁছেছে।

উল্লেখ্য, নতুন বছরের ১৮ ফেব্রুয়ারি ইকো পার্কে অরিজিৎ সিংয়ের লাইভ শো হওয়ার কথা। তার জন্য অনেকদিন ধরেই অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। ৫০ থেকে ৬০ হাজার টাকাতেও টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে। কিন্তু এবার শোনা যাচ্ছে, ইকো পার্কে অনুষ্ঠানটি নাও হতে পারে। কিন্তু তিন মাস আগেই নাকি শোয়ের ভেনু ঠিক হয়ে গিয়েছিল। জানা গেছে, অরিজিতের ইকো পার্কে শো করা নিয়ে আপত্তি রয়েছে হিডকোর। এর কারণ হিসেবে জানানো হয়েছে, অরিজিতের অনুষ্ঠানে প্রচুর মানুষের ভিড় হবে। এতে পার্কের পরিবেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Advertisement

শোনা যাচ্ছে, হিডকোর সিদ্ধান্তের পর বিকল্প জায়গার খোঁজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন শোয়ার উদ্যোক্তরা। তাঁদের বিশ্বাস, শো যেখানেই হোক অরিজিতের সুরের টানে অনুরাগীরা সেখানেই এসে উপস্থিত হবেন। শুধু অরিজিৎ নন, আগামী বছর ২০ জানুয়ারি সলমন খানের শো হওয়ার কথা ছিল ইকো পার্কে। তবে সেই শো-এর টিকিটও ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। হঠাৎ এই নির্দেশিকায় সলমনের শো নিয়ে কী ভাবছেন উদ্যোক্তারা, তা এখনও অজানা।

Read more!
Advertisement
Advertisement