Advertisement

Pori Moni: 'লোক দেখানো বাপের দরকার নেই', কার প্রতি ক্ষোভ উগরালেন পরী?

Pori Moni: বাংলাদেশী নায়িকা পরীমণির জনপ্রিয়তা এই বাংলাতেও কম কিছু নয়। তাঁকে নিয়ে প্রায়ই চর্চা চলতে থাকে। পরীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কম কিছু হয় না। কিছুদিন আগেই পরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল আবার তাঁর নতুন করে প্রেমে পড়ার খবর নিয়েও মুখরোচক চর্চা।

পরীমণিপরীমণি
Aajtak Bangla
  • ঢাকা,
  • 23 Feb 2025,
  • अपडेटेड 1:38 PM IST
  • বাংলাদেশী নায়িকা পরীমণির জনপ্রিয়তা এই বাংলাতেও কম কিছু নয়।

বাংলাদেশী নায়িকা পরীমণির জনপ্রিয়তা এই বাংলাতেও কম কিছু নয়। তাঁকে নিয়ে প্রায়ই চর্চা চলতে থাকে। পরীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কম কিছু হয় না। কিছুদিন আগেই পরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল আবার তাঁর নতুন করে প্রেমে পড়ার খবর নিয়েও মুখরোচক চর্চা। আর তারই মাঝে রবিবার সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ক্ষোভ উগরে দিলেন পরী। নিজের পোস্টের মাধ্যমে হুঁশিয়ারি দিলেন তাঁর সন্তানের মা-বাবা পরী একাই। 

এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ওপর পরী ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁকে সোনা বলে সম্বোধন করেছেন ঢাকাই নায়িকা। পরীর এই পোস্ট দেখে স্পষ্ট যে তাঁর দুই সন্তানের মধ্যে কোনও একজনের প্রবল জ্বর। পরী লিখেছেন, 'রাতজাগা আর নির্ঘুম রাত, মোটেও এক না সোনা। মা হয়ে দেখো শুধু। বাচ্চার গায়ে একটা মশার কামড়ও নিতে পারবা না আর সেখানে বাচ্চার ১০৪ জ্বর তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতন। পরী তাঁর পোস্টে কোনও একজনের উদ্দেশ্যে মা হওয়ার যন্ত্রণা যে কী সেটাই বোঝাতে চেয়েছেন।' 

পরী লিখেছেন, 'রাত জেগে নেটফ্লিক্স, বন্ধুরা, পার্টি, আড্ডা, লং ড্রাইভ অথবা রেনডম ফেইসবুক স্ক্রলে লেপ্টে থাকা— সবই উপভোগ্য। শুধু বিস্বাদ লাগে এই বাধ্য হয়ে থাকা দায়িত্বের বেড়াজাল, তাই না?' পরী তাঁর এই পোস্টে এটাও বলেছেন, 'পরীর বাচ্চাদের এমন সো কল্ড বাপের মোটেও দরকার নাই অন্তত এতদিনে সেটা প্রমাণিত তোমার কাছে সোনাটা। ওদের কাছে ওদের মা-বাপ আমি একাই সব। কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে।' পরীর এই দীর্ঘ পোস্ট কার উদ্দেশ্যে লেখা তা বোঝা যায়নি। পরী এও জানিয়েছেন যে তিনি সব মাফ করলেও আজীবন তাঁর এই ঘেন্নায় সেই ব্যক্তিকে বাঁচতে হবে। তবে পরীর এই পোস্টের সোনাটি কে তা তিনি বলেননি। 

আর এই পোস্ট দেখে অনেকেরই মনে হতে পারে যে এটা হয়ত পরী তাঁর প্রাক্তন স্বামী শরিফুল রাজের বিরুদ্ধেই হয়তো লিখেছেন। প্রসঙ্গত, পরীর পুত্র রাজ্যের জন্মের পর পরই শরিফুল রাজের সঙ্গে পরীর দুরত্ব বাড়তে থাকে। যার নেপথ্যে রয়েছে রাজের কিছু ভিডিও, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরীর সাম্প্রতিক পোস্টে সেই ব্যক্তির ওপর নায়িকার ঘৃণা যে আজীবন থাকবে তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। সময় বিশেষে সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে পরী মণি তাঁর অনুভূতি ভাগ করে নেন। অভিনয়, দুই সন্তান সামলে সম্প্রতি নবরূপে প্রকাশিত বাংলাদেশের চর্চিত নায়িকা। নিজের ডিজাইনার বুটিকও খুলেছেন পরী। যেখানে নতুন মায়েদের জন্য পোশাক পাওয়া যাবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement