Advertisement

Joy Banerjee Death: প্রয়াত জয় বন্দ্যোপাধ্যায়, 'হিরক জয়ন্তী', 'মিলন তিথি'-র সেই হিরো

Joy Banerjee Death: প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল ১১টা ৩৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শহরের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন বিজেপি নেতা-অভিনেতা। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি সম্প্রতি শ্বাসকষ্ট জনিত সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

প্রয়াত জয় বন্দ্যোপাধ্যায়প্রয়াত জয় বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Aug 2025,
  • अपडेटेड 1:31 PM IST
  • প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়।

প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল ১১টা ৩৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শহরের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন বিজেপি নেতা-অভিনেতা। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি সম্প্রতি শ্বাসকষ্ট জনিত সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বয়স হয়েছিল ৬২ বছর। অভিনয়ের পাশাপাশি জয় রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন। ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য। তাঁর আরেক পরিচয় তৃণমূল কাউন্সিলার অনন্যা বন্দ্যোপাধ্যয়ের প্রাক্তন স্বামী।

হাসপাতালে রয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ও মা। ১৫ অগাস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানা গিয়েছে, ১৭ অগাস্ট তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। আপাতত হাসপাতালেই রয়েছে জয় বন্দ্যোপাধ্যায়ের মরদেহ। অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। ১৯৬৩ সালের ২৩ মে জন্ম জয়ের। প্রথম থেকে তিনি অভিনয় পেশার সঙ্গে যুক্ত ছিলেন। অভিনেতা হিসেবে তাঁর কেরিয়ার শুরু অপরূপা ছবি থেকে। তাঁর বিপরীতে নায়িকা ছিলেন দেবশ্রী রায়। প্রথম ছবি থেকেই ইন্ডাস্ট্রির নজরে পড়েছিলেন সুপুরুষ জয়। তবে পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায়ের চপার ছবিতে অভিনয় করে ভূয়সী প্রশংসা পান জয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু নয়ের দশকে মুক্তিপ্রাপ্ত পরিচালক অঞ্জন চৌধুরীর হীরক জয়ন্তী ছবি বক্স অফিসে তাঁকে সাফল্য এনে দেয়। প্রশংসিত হয় জয় ও চুমকি চৌধুরীর জুটিও। এমনকী, টলিপাড়ায় রটে যায় চুমকি ও জয়ের প্রেমগুঞ্জনও।

বাংলায় একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন জয়। ‘নাগমোতি’, ‘আমরা’র মতো বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন জয়। তবে বেশ কয়েক বছর অভিনেতা বড়পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। রাজনীতিতে মন দিয়েছিলেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয়। ২০২১ সালে তিনি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিলেন তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না। জয় ও চুমকির প্রেমপর্ব নিয়ে আজও চর্চা তুঙ্গে।   

আরও পড়ুন

Advertisement
Read more!
Advertisement
Advertisement