Advertisement

Riya Sen: ভিজে শরীর-বিকিনি, রিয়া সেন যেন আগুন! VIDEO

Riya Sen: টলিউড ও বলিউড দু জায়গাতেই পরিচিত রিয়া সেন। এখন সেভাবে তাঁকে পর্দায় দেখা না গেলেও একসময় চুটিয়ে অভিনয় করেছেন সুচিত্রা সেনের নাতনি। অভিনেত্রীর পরিবার বহু প্রজন্ম ধরেই এই পেশার সঙ্গে যুক্ত। দিদা থেকে মা, দিদি সকলেই ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা। যদিও এখনও রিয়া ও রাইমা দুজনেই পরিচিত তাঁর দিদিমা সুচিত্রা সেনের নামেই।

রিয়া সেনরিয়া সেন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Feb 2025,
  • अपडेटेड 11:12 AM IST
  • টলিউড ও বলিউড দু জায়গাতেই পরিচিত রিয়া সেন।

টলিউড ও বলিউড দু জায়গাতেই পরিচিত রিয়া সেন। এখন সেভাবে তাঁকে পর্দায় দেখা না গেলেও একসময় চুটিয়ে অভিনয় করেছেন সুচিত্রা সেনের নাতনি। অভিনেত্রীর পরিবার বহু প্রজন্ম ধরেই এই পেশার সঙ্গে যুক্ত। দিদা থেকে মা, দিদি সকলেই ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা। যদিও এখনও রিয়া ও রাইমা দুজনেই পরিচিত তাঁর দিদিমা সুচিত্রা সেনের নামেই। রিয়া সেন পরিচিত তাঁর বোল্ড অবতারের জন্য। সম্প্রতি ফের অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেললেন তাঁর সিজলিং ভিডিওতে।  

রিয়া যে ছোট ভিডিওটি শেয়ার করেছেন সেখানে তাঁকে সবুজ রঙের বিকিনতে দেখা যাচ্ছে। দুধ সাদা গায়ের রং, বক্ষ বিভাজিকা স্পষ্ট। ঠোঁটে ন্যুড লিপস্টিক, সানগ্লাস। পুলে রয়েছেন রিয়া, ভেজা শরীরে উষ্ণতা ছড়াচ্ছেন সুচিত্রা-নাতনি। এই ভিডিও শেয়ার করে রিয়া ক্যাপশনে লেখেন, সূর্যাস্ত ও উষ্ণ অনুভূতি। এই ভিডিও পোস্ট হতেই রিয়ার প্রশংসায় পঞ্চমুখ সকলে। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখা যাবে একাধিক বোল্ড ইমেজ রয়েছে তাঁর। কখনও বিকিনি পরে আর কখনও খোলামেলা পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন তিনি। 

গত বছরই বাবাকে হারিয়েছেন রিয়া। সেই সময় কলকাতাতেই ছিলেন অভিনেত্রী। বাবা ভরত দেব বর্মার আকস্মিক প্রয়াণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। বিয়ের পর মুম্বইতেই থাকেন তিনি। বাবার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় রিয়া খোলা চিঠি লেখেন তাঁর বাবাকে নিয়ে। বরাবরই দুই কন্যা রিয়া ও রাইমা এবং স্ত্রী মুনমুনকে আগলে রেখেছিলেন ভরত। তাঁর মৃত্যুতে গভীর শূন্যতা সেন পরিবারে।

১৯৯৮ সালে ফাল্গুনি পাঠকের ইয়াদ পিয়া কি আনে লাগি গানের ভিডিওতে প্রথমবার রিয়াকে দেখা যায়। সেই প্রথম বার সুচিত্রা সেনের নাতনি তথা মুনমুন সেনের মেয়ে রিয়া সেনকে চিনেছিল বলিউড। রিয়া তখন টিন এজার। বলি প্রযোজক পরিচালকরা এমন মুখের সন্ধানেই থাকেন। অচিরে ‘স্টাইল’, ‘ঝনকার বিটস’ ও ‘অপনা স্বপ্না মানি মানি’–এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের সুযোগ পান রিয়া। অভিনয়ের বিশাল দক্ষতা না থাকলেও দর্শকদের মন্দও লাগেনি। 

Advertisement

রিয়া সেনের ব্যক্তিগত জীবনও নানা সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। সলমন রুশদি ও অক্ষয় খান্নার সঙ্গে তাঁর নাম জড়িয়ে শিরোনামে উঠে আসে। এছাড়াও, ক্রিকেটার শ্রীশান্তের সঙ্গেও তাঁর নাম জড়ায়। ‘সিলসিলে’ সিনেমার শুটিংয়ের সময় সহ-অভিনেতা অস্মিত প্যাটেলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা গড়ে ওঠে। যদিও নানা বিতর্কের পর সেই সম্পর্ক ভেঙে যায়। তাঁদের এক অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়ে যায়। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রব্বা ম্যায় কিয়া করু’ ছিল তার শেষ হিন্দি সিনেমা। ২০১৭ সালে পুনেতে এক ঘরোয়া অনুষ্ঠানে রিয়া বিয়ে করেন শিবম তিওয়ারিকে। 
 

Read more!
Advertisement
Advertisement