Advertisement

Roshni Bhattacharya: Roshni Bhattacharya: টেলিভিশন থেকে সোজা মুম্বই, এবার বলিউডে 'রানি রাসমণি'-র রোশনি

Roshni Bhattacharya: টেলিভিশন বা টলিউড তারকাদের বলিউডের সফর শুরু করা এখন আর নতুন কোনও বিষয় নয়। অনেক তারকাই এখন বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনয়ের পর হিন্দির দিকে পা বাড়াচ্ছেন। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharya)। বাংলা সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ তিনি। ‘গোধুলি আলাপ’ থেকে ‘করুণাময়ী রানি রাসমণি’— একের পর হিট সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে।

রোশনি ভট্টাচার্য এবার পা রাখছেন বলিউডেরোশনি ভট্টাচার্য এবার পা রাখছেন বলিউডে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Mar 2023,
  • अपडेटेड 12:02 PM IST
  • টেলিভিশন বা টলিউড তারকাদের বলিউডের সফর শুরু করা এখন আর নতুন কোনও বিষয় নয়
  • অনেক তারকাই এখন বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনয়ের পর হিন্দির দিকে পা বাড়াচ্ছেন।
  • এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharya)। বাংলা সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ তিনি।

টেলিভিশন বা টলিউড তারকাদের বলিউডের সফর শুরু করা এখন আর নতুন কোনও বিষয় নয়। অনেক তারকাই এখন বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনয়ের পর হিন্দির দিকে পা বাড়াচ্ছেন। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharya)। বাংলা সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ তিনি। ‘গোধুলি আলাপ’ থেকে ‘করুণাময়ী রানি রাসমণি’— একের পর হিট সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। তবে তিনি টেলিভিশনেই সীমাবদ্ধ নেই, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের অতি উত্তম সিনেমাতেও তাঁকে দেখা যাবে অভিনয় করতে। এবার সেই রোশনি কাজ করবেন রাধিকা আপ্তের সঙ্গে। 

বলিউডে পা রোশনির
টলিউড ও টেলিভিশনের গণ্ডী পেরিয়ে এবার রোশনি পা রাখতে চলেছেন বলিউডে। রাধিকা আপ্তের সঙ্গে অভিনেত্রীকে এবার দেখা যাবে মিসেস আন্ডারকভার নামের সিনেমাতে। ওটিটি প্ল্যাটফর্মে এই সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবিতেই নাকি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রোশনিকে। রাধিকা আপ্তে  ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুমিত বিয়াসকে।

 

আরও পড়ুন

চরিত্র সম্পর্কে খোলসা করেননি
এই ছবি প্রসঙ্গে বলতে গিয়ে রোশনি বলেছেন যে তাঁর চরিত্র সম্পর্কে তিনি এখনই কিছু বলতে পারবেন না। তবে রাধিকা আপ্তে ও সুমিত বিয়াস দুজনের সঙ্গেই তাঁর শ্যুটিং-এর দৃশ্য রয়েছে এবং সেই অভিজ্ঞা তাঁর দারুণ। যদিও এই ছবির শ্যুটিং হয়েছে বছর দুই আগেই। তবে মহামারির কারণে এই সিনেমার মুক্তি পিছিয়ে গিয়েছিল। রোশনির কথায়, ‘অতি উত্তম ও মিসেস আন্ডারকভার ছবি দু’টির একসঙ্গেই শুটিং করেছি। তবে অবশেষে হিন্দি ছবিটা মুক্তি পাচ্ছে, এখনও অতি উত্তমের মুক্তির অপেক্ষায়।’

 

গোধূলি আলাপ সিরিয়ালে অভিনয় করছেন রোশনি
প্রথমবার হিন্দি ছবিতে কাজের সুযোগ মিলেছে বলে কথা। অভিনেত্রী তাই ভীষণ উৎসাহিত এই কাজটি নিয়ে। ভক্তদের তিনি নিজেই এই সুখবর শুনিয়েছেন। রোশনী সোশ্যাল মিডিয়াতে তার আসন্ন কাজের একটি ছবি পোস্ট করেছিলেন। ভক্তদের এই খুশির খবর শুনিয়েছেন তিনি। এমন সুযোগের খবর পেয়ে তার ভক্তরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এই মুহূর্তে ‘গোধূলি আলাপ’ ধারাবাহিকে অভিনয় করছেন রোশনি। 

Advertisement

এর আগেও একাধিক তারকা বলিউডে কাজ করেছেন
এর আগেও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায়, অভিনেতা রোহন ভট্টাচার্যকে বলিউডে পা রাখতে দেখা গিয়েছে। এছাড়া ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জয়ী অনিন্দ্য সেনগুপ্ত অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে। এর আগে যীশু সেনগুপ্ত, পরমব্রত, অনির্বাণ ভট্টাচার্য, রূক্মিণী, প্রসেনজিৎ-এর মতো তারকারাও বলিউডে নিজেদের অভিনয়ের ছাপ ফেলেছেন। 

Read more!
Advertisement
Advertisement