Advertisement

Tannishtha Chatterjee: বাবাকে হারিয়েছেন ক্যান্সারে, সেই রোগেই আক্রান্ত বাঙালি অভিনেত্রী

Tannishtha Chatterjee: হিনা খান, দীপিকা কক্করের পর আরও এর অভিনেত্রী ক্যান্সারে আক্রান্ত হলেন। বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় ক্যান্সারের চতুর্থ পর্যায়ে রয়েছেন। বয়স মাত্র ৪৪ বছর আর তারই মধ্যে এই মারণ রোগে আক্রান্ত তন্নিষ্ঠা। জানা গিয়েছে, আট মাস আগে এক বিশেষ ধরনের ক্যান্সারে আক্রান্ত হন তিনি।

তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Aug 2025,
  • अपडेटेड 10:59 AM IST
  • হিনা খান, দীপিকা কক্করের পর আরও এর অভিনেত্রী ক্যান্সারে আক্রান্ত হলেন।

হিনা খান, দীপিকা কক্করের পর আরও এর অভিনেত্রী ক্যান্সারে আক্রান্ত হলেন। বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় ক্যান্সারের চতুর্থ পর্যায়ে রয়েছেন। বয়স মাত্র ৪৪ বছর আর তারই মধ্যে এই মারণ রোগে আক্রান্ত তন্নিষ্ঠা। জানা গিয়েছে, আট মাস আগে এক বিশেষ ধরনের ক্যান্সারে আক্রান্ত হন তিনি। গুলাব গ্যাং, জোরাম, পার্চড-এর অভিনেত্রী নিজের এই রোগ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। 

তন্নিষ্ঠা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে জানিয়েছেন, গত আট মাস আমার জন্য অত্যন্ত কঠিন ছিল। ক্যান্সারের কারণে আমি আমার বাবাকে হারিয়েছি। আট মাস আগে আমার নিজেরও স্টেজ ৪ অলিগো মেটাস্ট্যাটিক ক্যান্সার ধরা পড়ে। তবে এই পোস্ট যন্ত্রণার নয়, ভালোবাসার ও শক্তি নিয়ে কথা বলবে। এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না। ৭০ বছরের মা ও ৯ বছরের মেয়ে রয়েছে আমার...এরা দুজনেই আমার ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। কিন্তু আমার এই অন্ধকার সময়ে, আমি এক অসাধারণ ভালোবাসা আবিষ্কার করেছি, যে ভালোবাসা প্রকাশ পায়, তোমায় ধরে রাখে এবং কখনোই তোমাকে একা বোধ করতে দেয় না। এতটা ভালোবাসা আমি আমার বন্ধুবান্ধব এবং পরিবারের কাছ থেকে পেয়ে এসেছি। যাঁরা আমাকে সব ক্ষেত্রে সমর্থন ও সাহস জুগিয়েছে, আমার মুখে স্বাভাবিক হাসি ফুটিয়েছে আমার কঠিন সময়েও। 

অভিনেত্রী শেষে আরও লেখেন, যখন পৃথিবী দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবটের দিকে এগিয়ে যাচ্ছে, তখন প্রকৃত, সংবেদনশীল মানুষের ভালোবাসাই আমাকে সুস্থ করে তুলেছে। ওঁদের ভালোবাসা, ওঁদের উপস্থিতি, ওঁদের মানবিকতা আমার জীবনকে পুনরুজ্জীবিত করেছে। এই পোস্টটি সেইসব মহিলাদের জন্য যাঁরা আমাকে ভালোবাসা, গভীর সহানুভূতি এবং অপ্রতিরোধ্য শক্তি দেখিয়েছেন। তোমরা সবাই জানো তোমরা কে এবং আমি তোমাদের প্রতি সব সময় কৃতজ্ঞ থাকব। এই পোস্টের সঙ্গে তন্নিষ্ঠা তাঁর একটি ন্যাড়া মাথার ছবি পোস্ট করেন। 

ক্যান্সার ঠিক কী কারণে হয়, অন্যদের মতো বাঙালি অভিনেত্রীও বেশ ধন্দে রয়েছেন। কারণ তিনি সারা জীবন খুবই স্বাস্থ্যকর জীবনযাপন করেছেন। গত আট মাসে শারীরিক যন্ত্রণার পাশাপাশি জীবনবিমা, স্বাস্থ্যবিমা নিয়েও ব্যস্ত থাকতে হয়েছে তাঁকে। তবে তিনি তাঁর যে বন্ধুবান্ধবদের কথা সোশ্যালে জানিয়েছেন এবং ছবি পোস্ট করেছেন সেখানে দিয়া মির্জা, কঙ্কনা সেনশর্মা, শাবানা আজমি, দিব্যা দত্ত, রিচা চাড্ডা ও বিদ্যা বালানের মতো মানুষদের দেখা গিয়েছে। বিবর ছবিতে তন্নিষ্ঠার অভিনয় নজর কেড়েছিল।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement