Advertisement

Box Office Bengali Movies: ফের দেবের দাপট বক্স অফিস জুড়ে, কেমন রিপোর্ট কোয়েল-শুভশ্রীর ছবির?

Box Office Bengali Movies: বড়দিনের দিন টলিউড একেবারে জমজমাট। একই সঙ্গে ৩টে বড় বাজেটের বাংলা ছবি মুক্তি। দেব-মিঠুন চক্রবর্তীর 'প্রজাপতি ২', কোয়েল মল্লিকের 'মিতিন মাসি-একটি খুনির সন্ধানে' এবং সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে'। তিনটে ছবি নিয়েই দর্শকদের মধ্যে প্রত্যাশা কম ছিল না।

বড়দিনের বক্স অফিসে কে এগিয়ে?বড়দিনের বক্স অফিসে কে এগিয়ে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Dec 2025,
  • अपडेटेड 11:01 AM IST
  • বড়দিনের দিন টলিউড একেবারে জমজমাট।
  • একই সঙ্গে ৩টে বড় বাজেটের বাংলা ছবি মুক্তি।

বড়দিনের দিন টলিউড একেবারে জমজমাট। একই সঙ্গে ৩টে বড় বাজেটের বাংলা ছবি মুক্তি। দেব-মিঠুন চক্রবর্তীর 'প্রজাপতি ২', কোয়েল মল্লিকের 'মিতিন মাসি-একটি খুনির সন্ধানে' এবং সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে'। তিনটে ছবি নিয়েই দর্শকদের মধ্যে প্রত্যাশা কম ছিল না। প্রজাপতি ২ ঘিরে দেবের ফ্যানেদের উন্মাদনা ইতিমধ্যেই সবাই দেখেছে। বক্স অফিসের এই ত্রিমুখী লড়াইয়ে কে এগিয়ে রয়েছে আসুন দেখে নেওয়া যাক। 

প্রজাপতি ২
সিঙ্গল ফাদার-এর গল্প নিয়ে হাজির হয়েছে প্রজাপতি ২। দেব-মিঠুন চক্রবর্তী ছাড়াও ছবিতে রয়েছেন ইধিকা পাল, জ্যোর্তিময়ী, কাঞ্চন মল্লিক, শকুন্তলা বড়ুয়া, অনির্বাণ চক্রবর্তী ও ছোট্ট অনুমেঘা। ছবির ট্রেলারই প্রমাণ করেছিল যে সুপারস্টার দেব বছরের শেষেও শেষ ছক্কা তিনি হাঁকাবেন। মুক্তির প্রথম দু-দিনে বক্স অফিসে ব্য়বসার নিরিখে অপর দুই ছবির ধরা ছোঁয়ার বাইরে দেবের প্রজাপতি ২। sacnilk-এর রিপোর্ট বলছে, প্রথম দিন প্রজাপতি ২ আয় করেছে ৮২ কোটি টাকা আর দ্বিতীয় দিনে এই ছবির আয় ৩২ কোটি টাকা। গত দুদিনে দেব-মিঠুনের এই ছবি আয় করেছে ১.১৪ কোটি টাকা। অপরদিকে, বিশ্বব্যাপী এই ছবির আয় ১.২৭ কোটি টাকা। 

মিতিন মাসি
এবার আসা যাক কোয়েল মল্লিকের মিতিন মাসি ফ্র্যাঞ্চাইসির দিকে। অরিন্দম শীলের মিতিন মাসি-একটি খুনির সন্ধানে ছবি ঘিরে প্রথম থেকেই দর্শকদের উত্তেদনা ছিল তুঙ্গে। মিতিন মাসি রূপে কোয়েলকে দর্শকদের খুবই পছন্দ। সুচিত্রা ভট্টাচার্যের কাহিনী অবলম্বনে মিতিন মাসিকে বড়পর্দায় সকলেই ভালোবেসেছেন। এই বারও ব্যতিক্রম হল না। প্রজাপতি ২-এর পর বক্স অফিসে এগিয়ে রয়েছে কোয়েলের মিতিন মাসি। মিতিন মাসি-একটি খুনির সন্ধানের দু-দিনের নেট কালেকশন ২৭ লক্ষ টাকা। প্রথমদিন ছবির আয় ছিল ২১ লাখ। পরদিন মাত্র ৬ লক্ষের টিকিট বিকিয়েছে।

আরও পড়ুন

লহ গৌরাঙ্গের নাম রে
সৃজিত মুখোপাধ্য়ায়ের লহ গৌরাঙ্গের নাম রে-র নাম সবচেয়ে পিছিয়ে রয়েছে। একাধিক তারকা খচিত এই ছবি ঘিরে দর্শকদের প্রত্যাশা উচ্চ থাকলেও বক্স অফিসে তার প্রতিফলন ঘটেনি। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দিব্যজ্যোতি দত্ত, ইশা সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, ব্রাত্য বসু, পার্থ ভৌমিক, সুস্মিতা রায় সহ বেশ কিছু জনপ্রিয় মুখদের দেখা মিলেছে। গল্পের বাঁধন সুন্দর হলেও বক্স অফিস বলছে অন্য কথা। লহ গৌরাঙ্গের নাম রে প্রথম দিন আয় করেছে ১৮ কোটি, দ্বিতীয় দিনে ৬ কোটি। সব মিলিয়ে এখনও পর্যন্ত ২৪ কোটি আয় করেছে। বিশ্বব্যাপী এই ছবির আয় ২৬ কোটি। 

Advertisement

২০২৫ সাল এক কথায় বলতে গেলে দেবেরই বছর। ধূমকেতু, রঘু ডাকাত দুটো সিনেমাই জবরদস্ত হিট বক্স অফিসে। আর বছর শেষে তাঁরই ছবি বাজিমাত করছে। বড়দিন ও দেবের জন্মদিনে মুক্তি পাওয়া প্রজাপতি ২-এর হল পাওয়া নিয়ে জটিলতা সৃষ্টি হলেও সেটা যে বক্স অফিসে কোনও প্রভাব ফেলেনি, তা ফের প্রমাণ করলেন টলিপাড়ার কিং দেব। 

Read more!
Advertisement
Advertisement